• ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট সুবিয়ান্তো
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবোয়ো সুবিয়ান্তো। এর আগে তিনি সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। গত মাসে সে দেশে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনের ফল কমিশন ঘোষণা করেছে বুধবার রাতে। দুই প্রতিপক্ষ জাকার্তার প্রাক্তন গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার প্রাক্তন গভর্নর গাঞ্জার প্রানোও জালিয়াতির অভিযোগ তুললেও প্রাবোও সুবিয়ান্তো ঐক্যের আহ্বান জানিয়েছেন।   প্রবোয়ো একজন প্রাক্তন জেনারেল। বহুদিন ধরে ইন্দোনেশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে তিনি এড়িয়ে গেছেন। দাবি অনুযায়ী, তিনি শতকরা ৫৮.৫৯ ভাগ ভোট পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি ভোটারদের কাছে জনপ্রিয় হন। বুধবার রাতে নির্বাচনের সরকারি ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।  ৭২ বছর বয়সী প্রবোয়ো বলেন, যেসব ভোটার আমাদের ভোট দেননি, তাঁরা আমাদের একটি সুযোগ দিন। তিনি আরও বলেন, আমরা প্রমাণ করব, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জনগণের জন্য যথাসম্ভব কঠোর পরিশ্রম করবেন।প্রাবোও অক্টোবরে প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে দায়িত্ব নেবেন।
  • Link to this news (আজকাল)