• আগের বছরই নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ধোনি, জানান ঋতুরাজ...
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আচমকা মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়া নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব। নিজের স্বভাবচরিত স্টাইলেই আইপিএল শুরুর ২৪ ঘণ্টা আগে নেতৃত্ব ছাড়েন পাঁচবারের আইপিএল জয়ী নেতা। অধিকাংশই অবাক ক্যাপ্টেন কুলের সিদ্ধান্তে। তবে যার হাতে ব্যাটন তুলে দিয়েছেন, সেই ঋতুরাজ গায়কোয়াড় জানালেন, গতবছর থেকেই নাকি এই পরিকল্পনা ঘুরছিল ধোনির মাথায়। তাঁকে তৈরিও থাকতে বলেছিলেন। চলতি মাসের শুরুতে ফেসবুকে‌ নিজের "নতুন ভূমিকা" নিয়ে একটি পোস্ট করেছিলেন ধোনি। কিন্তু সেটাকে নতুন বিজ্ঞাপন ভেবে কেউ পাত্তা দেয়নি। বৃহস্পতিবার অধিনায়কদের ফটোশুটের কিছুক্ষণ আগেই নিজের সিদ্ধান্তের কথা জানান ধোনি। সাময়িকভাবে অবাক হলেও, খুব একটা অপ্রস্তুত ছিলেন না ঋতুরাজ। কারণ গত আইপিএল থেকেই তাঁকে ইঙ্গিত দিচ্ছিলেন ধোনি। এই প্রসঙ্গে ঋতুরাজ বলেন, "আমার মনে হয় না কিছু পরিবর্তন করার দরকার আছে। গতবছরই মাহি ভাই অধিনায়কত্ব নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিল। শুধু বলেছিল, তৈরি থেকো। এটা চমক হিসেবে যেন না আসে। তারপর এবার চেন্নাই শিবিরে যোগ দেওয়ার পর প্র্যাকটিস ম্যাচে বেশ কয়েকবার আমাকে পরীক্ষা করে নেয়। সোশ্যাল মিডিয়ায় নতুন ভূমিকা নিয়ে করা পোস্টটা আমার মনে আছে। তখন সবাই আমাকে জিজ্ঞেস করেছিল, আমি চেন্নাইয়ের নতুন অধিনায়ক হবো কিনা। হয়তো সেদিন অন্য কিছু বলতে চেয়েছিলেন, তবে মাহি ভাই জানতেন।" আইপিএলের পোস্ট করা একটি ভিডিওতে বলেন ঋতুরাজ। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে তাঁর প্রতিপক্ষ এককালীন সতীর্থ ফাফ ডু"প্লেসির আরসিবি। দু"বছর আগে চেন্নাইয়ে একসঙ্গে খেলেছেন দু"জন। এত কম সময়ের মধ্যে যে গোটা চিত্র বদলে যাবে, ভাবেননি সিএসকের নতুন অধিনায়ক। সামনে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু গত পাঁচ বছর ধরে চেন্নাই দলের সদস্য তিনি। ফ্র্যাঞ্চাইজির খুঁটিনাটি জানেন। ধোনির দল পরিচালনার ধরন দেখেছেন। একইভাবে সিএসকেকে এগিয়ে নিয়ে যেতে চান ঋতুরাজ। 
  • Link to this news (আজকাল)