• গ্রেপ্তার কেজরিওয়াল, দিল্লিতে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন'...
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বাধীন ভারতে তিনিই প্রথম, যিনি মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। আপ সাফ জানিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী নিয়ে কোনও ভাবনা নেই তাদের। জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল। কিন্তু সমীকরণ কি এতটাই সহজ? নাকি জেল থেকে সরকার চালাতে গিয়ে আদতে দিল্লির ওপর রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা বাড়ছে প্রতি মুহূর্তে? বৃহপতিবার রাত থেকেই এই জল্পনা ছিল। শুক্রবার আশঙ্কা বাড়িয়েছেন জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, জম্মু এবং কাশ্মীর ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। শুক্রবার তিনি বলেন, মুখ্যমন্ত্রী অবস্থায় জেলে থাকলে, বিজেপির কাছে সুযোগ থাকবে, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার। এই মুহূর্তে আম আদমি পার্টি কেজরিওয়ালকেই মুখ্যমন্ত্রী পদে বহাল রাখার যে বার্তা দিচ্ছে, তাকে অজুহাত বানিয়ে নয়া দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে তুলে আনেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উদাহরণ। হেমন্ত সোরেনকে জেরার সময়, গ্রেপ্তারির আগে তিনি শর্ত দিয়েছিলেন, তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য রাজভবনে যাওয়ার সুযোগ না দিলে, তিনি সই করবেন না অ্যারেস্ট মেমোতে। এই প্রসঙ্গই আজ তুলে আনেন ওমর। তিনি বলেন, সোরেন জানতেন, তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় জেলে গেলে, বিজেপি সংবিধানকে ঢাল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। দেশের গণন্তন্ত্র সংকটে বলেও এদিন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ক্যা-এর প্রসঙ্গ তুলেও এদিন তিনি কেন্দ্রকে কটাক্ষ করেছেন।
  • Link to this news (আজকাল)