• ক্যা ইস্যুতে ইন্ধন দেবাশিসের মৃত্যু, বাড়িতে তৃণমূল, বাম নেতারা ...
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্যা আতঙ্কে আত্মঘাতী দেবাশিস সেনগুপ্তর বাড়ি বৃহস্পতিবার সন্ধ্যায় যান তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। দলে মন্ত্রী শশী পাঁজা, রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ছাড়াও ছিলেন আরও দুই নেতা। পরিবারটিকে সান্ত্বনা দেওয়া ছাড়াও দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। শশী পাঁজা বলেন, "আমাদের সহ নাগরিক ক্যা আতঙ্কে মারা গেছেন। সেটা খুবই দুঃখজনক। তাঁর বাবাও আতঙ্কে রয়েছেন। প্রশাসন তাঁর পাশে আছে।" তিনি জানিয়েছেন, অভিষেক ব্যানার্জির নির্দেশে তাঁরা পাঁচজন এসেছেন। কুণাল ঘোষ গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে বলেন, "দেবাশিস আতঙ্কে ভুগছিলেন। মানুষের মধ্যে এই আতঙ্ক তৈরির জন্য দায়ী বিজেপি সরকার।" দেবাশিসের বাড়ি যে লোকসভা কেন্দ্রে তার অন্তর্গত যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যও এদিন ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ করেন, তৃণমূল নেতারা দেবাশিসের বাড়ির দরজা আটকে রেখেছেন। তাই তিনি ঢুকতে বাধা পেয়েছেন।ক্যা নিয়ে দেশব্যাপী বিতর্কে নতুন ইন্ধন যোগাল দেবাশিসের মৃত্যু।
  • Link to this news (আজকাল)