• LIVE: 'আফগারি দুর্নীতির কিংপিন কেজরিওয়াল,' আদালতে দাবি ED-র
    আজ তক | ২২ মার্চ ২০২৪
  • শুক্রবার দিল্লির আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার করে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতকে জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর রিমান্ডের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবেদন করেছে। তার সঙ্গে তাঁদের আবেদন ক্ল্যাশ করছে। রাউজ এভিনিউ আদালতে এই মামলা বিচারাধীন। অরবিন্দ কেজরিওয়াল-ED পরিস্থিতির সমস্ত আপডেটের জন্য লক্ষ্য রাখুন এই লাইভে:

    গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন কেজরিওয়াল

    বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালকে গ্রেফতারের পর থেকে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ আদালত থেকে বেরিয়ে প্রথম প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বললেন, আমার জীবন দেশের জন্য উত্‍সর্গ।

    কবিতা ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন: ED

    AAP-এর বড় নেতাদের ঘুষ দিয়েছিলেন কেসিআর-এর মেয়ে কে কবিতা। ঘুষের পরিমাণ ছিল ১০০ কোটি টাকা। পুরো টাকাই নগদে দিয়েছিল। আদালতে দাবি করল ইডি। ইডি-র আইনজীবীর দাবি, কেজরিওয়াল শুধু নিজেঅপরাধের জন্যই নয়, তাঁর সহযোগীরাও যা করেছেন, তার জন্যও কেজরিওয়ালই দায়ী।

    আফগারি দুর্নীতির কিংপিন কেজরিওয়াল: ইডি

    আদালতে ইডি দাবি করল,  দিল্লি আফগারি দুর্নীতি মামলায় ৪৫ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে গোয়ায় পাঠানো হয়েছিল। দুবার টাকা পাঠানো হয়েছে। অভিযুক্ত বিজয় নায়ার কেজরিওয়ালের হয়ে কাজ করত। কেজরিওয়াল দক্ষিণ লবির থেকে ঘুষ চেয়েছিলেন। আমাদের কাছে প্রমাণ রয়েছে।

    আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা বলেছে
    অরবিন্দ কেজরিওয়ালের ১০ দিনের হেফাজত চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত সংস্থা আদালতে যা যা জানিয়েছে:

    ১. গতকাল রাত ৯টা ৫ মিনিটে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়
    ২. ৪ ঘণ্টার মধ্যে তাঁকে হাজির করা হয়েছে
    ৩. আমরা রিমান্ডের আবেদন করেছি
    ৪. আমরা সমস্ত নিয়ম মেনে চলেছি
    ৫. তাঁর পরিবার-পরিজনদেরও খবর দেওয়া হয়েছে
    ৬. গ্রেফতারির কারণে অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ পৃষ্ঠায় লিখিতভাবে দেওয়া হয়েছে
    ৭. গ্রেফতারের পঞ্চনামাও রয়েছে
    ৮. সুবিধা পেতে কেজরিওয়াল কিছু নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দেওয়ার পক্ষে ছিলেন
    ৯. অনায্য উপায়ে প্রাপ্ত অর্থ AAP-এর গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল
    ১০. তিনি আবগারি নীতি প্রণয়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন
    ১১. তিনিই এই কেলেঙ্কারির মূল হোতা
    ১২. এই মামলায় মণীশ সিসোদিয়াকেও গ্রেফতার করা হয়েছে এবং জামিন দেওয়া হয়নি
    ১৩. সহ-অভিযুক্ত কে কবিতারও জবানবন্দি নেওয়া হয়েছে
    ১৪. প্রাক্তন AAP কমিউনিকেশন ইনচার্জ বিজয় নায়ার অরবিন্দ কেজরিওয়ালের হয়ে কাজ করছিলেন
    ১৫. বিজয় নায়ার কেজরিওয়ালের খুব ঘনিষ্ঠ হিসাবে কাজ করছিলেন১০ দিনের হেফাজত দাবি
    রাউজ এভিনিউ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের ১০ দিনের হেফাজতের আর্জি জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

     
  • Link to this news (আজ তক)