• ওয়াটার স্যালুট বন্ধেই বাঁচল ৩ লক্ষ লিটার জল! নজির বিমান কোম্পানির...
    ২৪ ঘন্টা | ২২ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ মার্চ পালন করা হচ্ছে বিশ্ব জল দিবস। এই বছরের থিম শান্তির জন্য জল। মিষ্টি জলের গুরুত্ব এবং সেই জল কীভাবে বাঁচাবেন সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর দিবসটি পালন করা হয়৷ তবে এই দিনে বিশেষ এক পদক্ষেপের কথা সকলকে জানিয়ে চমকে দিয়েছেন আকাসা এয়ার নামক এক ভারতীয় বিমান সংস্থা। বিস্ময়কর এক তথ্য,  ৩.৩৬ লক্ষ লিটার জল সংরক্ষণ করেছে এই বিমান সংস্থা।

    '৩৩৬০০০ লিটার জল! হ্যাঁ, নতুন গন্তব্য উদ্বোধনের সময় আনুষ্ঠানিক জলকামানের স্যালুট না দিয়ে, আমরা এখনও পর্যন্ত এতটা সংরক্ষণ করতে পেরেছি' আকাসা এয়ার শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে৷ তারা ওই পোস্টের ক্য়াপশনে লিখেছিলেন, 'এই বিশ্ব জল দিবসে, আমরা এই অমূল্য সম্পদ সংরক্ষণে আমাদের উৎসর্গকে আবার উজ্জীবিত করলাম'
  • Link to this news (২৪ ঘন্টা)