• আত্মত্যাগ না করলে ছিটকে যেতে হবে, কংগ্রেস দ্বন্দ্বে শরিকদের সাফ বার্তা সিপিএমের
    প্রতিদিন | ২২ মার্চ ২০২৪
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বামফ্রন্টের অন্দরে বিবাদ চরমে। বিষয় আসন ভাগাভাগি। সৌজন্যে কংগ্রেস। সিপিএমের নরম-গরম মনোভাব ও ধমকেও কাজ হল না। নিজেদের ভাগের আসন না ছাড়ার সিদ্ধান্তেই অনড় তিন শরিক সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি (RSP)। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শরিকরা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, ভাগের তিনটি করে আসনেই তারা লড়বে। একটি করে আসন ছাড়ার জন‌্য সিপিএমের অনুরোধ মানতে তারা নারাজ। ফলে কংগ্রেসের (Congress) দাবি মতো শরিক দলের ভাগের থেকে কোনও আসন যে পাওয়া কঠিন তা বুঝে গিয়েছেন সিপিএম নেতৃত্ব।

    সিপিএমের (CPIM) এহেন কংগ্রেস প্রীতিতে ক্ষুব্ধ বাম শরিকরা। ফলে জোট নিয়ে বামফ্রন্টের মধ্যেই কার্যত ফাটল ধরার অবস্থায় চলে গিয়েছে। ফরওয়ার্ড ব্লকের রাজ‌্য সম্পাদক নরেন চট্টোপাধ‌্যায় বৃহস্পতিবার জানিয়ে দেন, ‘‘তিন শরিক তাদের ভাগের তিনটি করে নির্দিষ্ট আসনেই লড়বে। বাকি আসন সিপিএম কি করবে সেটা তাদের ব‌্যাপার।’’ বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস নিজেদের প্রথম দফায় ৮ আসনের প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু ঠিক কত আসনে লড়বে সেটা তারা পুরোপুরি স্পষ্ট করেনি।

    শোনা যাচ্ছে রাজ্যের ১২টি আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। কংগ্রেস যে কেন্দ্রগুলিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তার মধ্যে রয়েছে পুরুলিয়াও। সেখানে লড়বেন বর্ষীয়ান নেতা নেপাল মাহাতো। তাতেই ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক। দলের রাজ‌্য সম্পাদক নরেন চট্টোপাধ‌্যায় বলেন, ‘‘কংগ্রেস কি বামফ্রন্টের দল নাকি। পুরুলিয়াতে বামফ্রন্টের হয়ে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীই লড়বেন।’’ সিপিএম ঠিক করুক তারা কংগ্রেসকে সমর্থন করবে নাকি বামফ্রন্টের দল ফরওয়ার্ড ব্লককে সমর্থন করবে।’’ স্বাধীনতার পর থেকে পুরুলিয়া আসনে যে ফরওয়ার্ড ব্লকই লড়ে আসছে সেটাও স্পষ্ট করে দিয়ে নরেনবাবুর বক্তব‌্য, ওই আসনের সঙ্গে আমাদের দল ও বামপন্থী আন্দোলনের ঐতিহ‌্য জড়িয়ে রয়েছে। কংগ্রেসের জমিদারদের বিরুদ্ধে লড়াই করে গরিব মানুষকে জমি দিয়েছিল বামপন্থীরা। সেসব ইতিহাস ভুলে গেলে চলবে না।’’

    আসন ভাগাভাগি নিয়ে ফ্রন্টের মধ্যে চরম বিতণ্ডা চলছে। সিপিএম নেতত্বের একাংশের কথায়, বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হলে সকলকেই স্বার্থত‌্যাগ করতে হবে। যারা না পারবে তাদের ছিটকে যেতে হবে। প্রশ্ন উঠেছে, আসন দেওয়া নিয়ে কংগ্রেসকে খুশি করতে গিয়ে শরিকদের সঙ্গে কি আড়াআড়ি বিভাজন তৈরি হতে চলেছে সিপিএমের। পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটাই স্পষ্ট। ঘোষণা না হওয়া ভাগের বাকি থাকা দু’টি আসন পুরুলিয়া ও বারাসত ফরওয়ার্ড ব্লক ছাড়বে না। সিপিআই তাদের বাকি দু’টি আসন বসিরহাট ও ঘাটাল আঁকড়ে রয়েছে। আরএসপি তাদের ভাগের আর একটি আসন জয়নগরও কাউকে দিতে নারাজ। এর মধ্যে পুরুলিয়া, ঘাটাল ও জয়নগর আসনটি কংগ্রেসকে দেওয়ার জন‌্য শরিকদের অনুরোধ করেছিল সিপিএম।
  • Link to this news (প্রতিদিন)