• Giorgia Meloni Fake Video : ডিপফেক পর্ন ভিডিয়োর শিকার ইটালির প্রধানমন্ত্রী! ৯১ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি মেলোনির
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • জর্জিয়া মেলোনি। ইটালির এই প্রধানমন্ত্রীর আমলেইভারত-ইটালি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জর্জিয়া মোলেনির ব্যক্তিগত সম্পর্কও খুবই ভালো।ঠিক কী ঘটেছিল?সম্প্রতি এক মার্কিন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে জর্জিয়া মেলোনির একটি অশ্লীল ভিডিয়ো তৈরি করে আপলোড করা হয়েছিল। ভিডিয়ো টি ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। অশ্লীল ভিডিয়ো টি নিজের বাবার সঙ্গে মিলে তৈরি করে ইটালিরই এক ব্যক্তি। সূত্রের খবর, চল্লিশ বছর বয়সী এক ব্যক্তি তার তিয়াত্তর বছরের ববার সঙ্গে মিলে ডিপ ফেক ভিডিয়ো টি তৈরি করে। ভিডিয়ো টিতে দেখা যাচ্ছে এক পর্ণস্টারের মুখের ওপর জর্জিয়া মেলোনির মুখ লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর বেশ কয়েকটি অশ্লীল ভিডিয়ো তৈরি করা হয়েছে। তারপর সেই ভিডিয়োগুলি আপলোড করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পর্ণোগ্রাফিক সাইটে। জর্জিয়া মেলোনির ছবি ব্যবহার করায় খুব স্বাভাবিকভাবেই গত কয়েক মাসে ভিডিয়োগুলি লাখ লাখ বার দেখা হয়েছিল।

    ভিডিয়োগুলি প্রকাশ পেতেই তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ। যে স্মার্টফোন ব্যবহার করে ডিপফেক ভিডিয়োগুলি তৈরি করা হয়েছিল এবং পর্ণোগ্রাফিক সাইটে আপলোড করা হয়েছিল সেটিকে ট্র্যাক করে সন্দেহভাজনদের শনাক্ত করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভিডিয়োগুলি প্রায় দুবছর আগে ২০২২ সালে ভিডিয়োগুলি আপলোড করা হয়। অর্থাৎ সেই সময় জর্জিয়া প্রধানমন্ত্রী পদে ছিলেন না। অপরাধী শনাক্ত হতেই দুই অভিযুক্তের বিরুদ্ধে মানহানির মামলা করে দেন জর্জিয়া মেলোনি। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন ১ লাখ ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯১ লাখ টাকা। এই মামলার শুনানি রয়েছে চলতি বছরের জুলাই মাসে। মামলার সাক্ষীও দেবেন ইটালির প্রধানমন্ত্রী।তবে মামলা শুরুর আগেইবিপুল পরিমাণ অর্থের দাবির বিষয়টি প্রকাশ পায়।

    ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আইনি দলের তরফে জানানো হয়েছে, ক্ষতিপূরণের এই দবিটি সম্পূর্ণ প্রতীকী। ক্ষতিপূরণের টাকা জর্জিয় মেলোনি নিজে কখনওই ব্যবহার করবেন না। বরং ওই অর্থ নির্যাতিতা মহিলাদের সাহায্যের জন্য ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রীর তরফে এমন বিশাল অঙ্কের ক্ষতিপূরণের দাবি, সমাজে একটা বিশেষ বার্তা পৌঁছবে বলে মনে করা হচ্ছে। অন্তত প্রধানমন্ত্রীকে দেখে এই ধরণের অরধের বিরুদ্ধে সোচ্চার হবেন মহিলর, অমনটই মনে করা হচ্ছে।

    এই প্রথম নয়, এর আগেও রশ্মিকা মান্দানা, আলিয়া ভাট থেকে দীপক পাড়ুকোন সহ একাধিক বলি তারকাই ডিপ ফেক ভিডিয়ো র শিকার হয়েছেন।
  • Link to this news (এই সময়)