• শ্রীরামপুরে লড়ছে ISF! ভোট ভাগাভাগি হলে লোকসান, কী জানালেন দীপ্সিতা?
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • আসন সমঝোতার পথে কাঁটা হুগলি জেলার শ্রীরামপুর। একদিকে, ISF নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে, এই কেন্দ্র থেকেই সিপিএমের প্রার্থী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ দীপ্সিতা ধর। দু'জনেই প্রার্থী দেওয়ায় ভোট কাটাকাটিতে লাভ হবে তৃণমূল-বিজেপির? একসঙ্গে লড়াইটাই কি লাভজনক হতো তাঁদের? মুখ খুললেন শ্রীরামপুরের বাম প্রার্থী।শ্রীরামপুরে বাম আইএসএফ সমঝোতা ধাক্কা খেয়েছে। শ্রীরামপুর কেন্দ্রের জন্য আগেই সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর এর নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। গতকাল ISF শ্রীরামপুরের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। এই কেন্দ্র থেকে ISF-এর হয়ে লড়বেন সাহারিয়ার মল্লিক (বাপি)। জোট অথবা আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বাম-আইএসএফ রফা যে হচ্ছে না তা স্পষ্ট হয়ে উঠেছে।

    আজ প্রচারে বেরিয়ে সেই প্রসঙ্গে বাম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, ‘আসন সমঝোতা কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি মিলে করছে। আমরা আশা করব, শ্রীরামপুরের বুকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হবে। আমরা এখনও আশাবাদী।’ এমত অবস্থায় এই কেন্দ্র থেকে কি প্রার্থী তুলে নেবে ISF? দুই দল কি একসঙ্গে লড়বে? বাম প্রার্থী সেই আশা প্রকাশ করলেও সেরকম কোনও সম্ভাবনা এখনও নেই।

    বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হবে, আমরা এখনও আশাবাদীদীপ্সিতা ধর

    দীপ্সিতা বলেন, ‘আমরা পরিষ্কার বলছি এটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই। তৃণমূল বিরোধী সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন থাকবে একসঙ্গে আসুন। সে যে কোনও রাজনৈতিক দলের হতে পারে। কংগ্রেসের হতে পারে আইএসএফের হতে পারেন।’ তাঁর কথায়, এই লড়াই এ কোথাও আমাদের আলাদা হওয়ার জায়গা নেই। আমাদের আবেদন থাকবে সবার একসঙ্গেলড়াই করা। শুক্রবার সকালে চাঁপদানী বিধানসভার শ্রমিক মহল্লায় প্রচার করেন শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধর। প্রথমে আ্যঙ্গাস জুটমিলের শ্রমিকদের নিয়ে সভা করেন দীপ্সিতা। তারপর সেখান থেকেই শ্রমিক মহল্লায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি।

    জুট মিল শ্রমিকরা শোষিত হচ্ছেন তাদের জন্য কেন্দ্র অথবা রাজ্য সরকার ভাবে না। এনিয়ে বক্তব্য রাখেন তিনি। দীপ্সিতা বলেন, ‘তাঁর বাবা শ্রমিক ছিলেন। ট্রেড ইউনিয়ন করতেন তাই শ্রমিকরা তার পরিবার তাদের কষ্ট তিনি বোঝেন। সংসদ নির্বাচিত হলে সংসদে গিয়ে তাদের জন্য লড়াই করবে।’ তবে এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি এই আসন থেকে এখনও প্রার্থী ঘোষণা করেনি।
  • Link to this news (এই সময়)