তুহিনা মণ্ডল, তাপস ঘোষ | এই সময় ডিজিটাল এক্সক্লুসিভবর্ধমানের রায়, পাঞ্জাবের কাপুররা। তিনি এক কলি গাইলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে অনেকের। কিন্তু, ভোটের মুখে বঙ্গ রাজনীতির 'ভালোবাসার উত্তাপ' থেকে অরিজিৎ সিংই বা বাদ যাবেন কেন! সিং পরিবারে ভোটার সংখ্যা নেহাত কম নয়। অন্যদিকে, অতীতে শত ব্যস্ততার মধ্যেও ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গিয়েছে অরিজিৎ সিংকে। সবমিলিয়ে প্রচারে সমস্ত প্রার্থীদের 'টপ প্রায়োরিটি' সিং বাড়ি।
তাঁর কাজ সুদূর আরব সাগরের পাড়ে-স্বপ্ননগরীতে। কাজের জন্য বিশ্ব ঘুরে বেড়াতে হয় অরিজিৎ সিংকে। কিন্তু, তাঁর মন পড়ে থাকে জিয়াগঞ্জে। আজিমগঞ্জ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিবতলা ঘাট এলাকায় বসত বাড়ি অরিজিৎ সিংয়ের। বাবা-স্ত্রী রয়েছেন সেখানে। অতীতে লোকসভা হোক বা বিধানসভা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা গিয়েছে এই গায়ককে। গত বিধানসভা নির্বাচনে স্ত্রীকে স্কুটিতে বসিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছিল।
এদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। মুর্শিদাবাদে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে সমস্ত দল। আর 'সেলেব সিং'-এর ভোটের জন্য সমস্ত দলের প্রার্থীরাই নিজের মতো করে আর্জি জানাতে চান। বাকিটা হোক না 'একান্ত ব্যক্তিগত'।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক গৌরিশঙ্কর ঘোষকে। তিনি বলেন, 'ওই এলাকা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। বিধানসভা নির্বাচনে বাড়িতে গিয়েই ভোটের অনুরোধ করেছিলাম। এই বারও যাব। সিং পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি রয়েছে।'
অন্যদিকে, সুরের জাদুকরের মন পেতে মরীয়া তৃণমূল শিবিরও। তৃণমূল প্রার্থী আবু তাহের খান বলেন, ', অরিজিৎ আমাদের জেলার গর্ব। গত লোকসভা নির্বাচনে অরিজিতের বাড়ি গিয়েছিলাম প্রচারের জন্য। এবারেও তাঁর বাড়িতে যাব। হাতজোড় করেই অনুরোধ করব।'
এদিকে লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দিতে পারে বামেরা। তবে এখনও নাম ঘোষণা হয়নি। যদিও সিং-বাড়িতে গিয়ে প্রচার চালানো প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ' সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ, বামেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে থাকে। সেই হিসেবে বাদ যাবে না অরিজিৎ সিংয়ের বাড়িও।'
তবে সমস্ত দলের প্রার্থীদেরই মন্তব্য, শিল্পী অরিজিৎ সিং জেলা নয়, রাজ্য তথা দেশের গর্ব। প্রচারে রাজনৈতিক রেখা টানতে নয়, শুধু নিজেদের প্রতিশ্রুতি, আদর্শই তুলে ধরবেন তাঁরা। বাকিটা ব্যক্তিগত…