এই মুহূর্তে তমলুকে মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রচার ময়দানে সকাল থেকে সন্ধ্যা দেখা যাচ্ছে তাঁকে। এখনও পর্যন্ত বিজেপি সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি। কিন্তু, বামেরা তমলুকে প্রার্থী করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়কে।প্রচার, রাজনীতি, আক্রমণের মাঝেই তমলুকে হইচই। আপাতত তমলুকের যে ভাড়া বাড়িতে দেবাংশু থাকছেন সেই বাড়ির নীচে দেখা গেল চন্দ্রবোড়া সাপ। ভিডিয়ো করে সেই দৃশ্য দেখিয়েছেন স্বয়ং দেবাংশু। একইসঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
শুক্রবার তমলুকে যে বাড়িতে দেবাংশু ভাড়া থাকছেন তার নীচের তলায় চন্দ্রবোড়া সাপ দেখা যায়। দলীয় কর্মীদের দাবি, বাড়িটি বেশ পুরনো। সাপ দেখা যাওয়ার পর ঘাবড়ে যাননি দেবাংশু। বরং তিনি কটাক্ষের বাণ হিসেবে এই দৃশ্যকে বেছে নিয়েছেন।
তৃণমূলের এই যুব নেতা বরাবর সুবক্তা হিসেবে পরিচিত। বিতর্কের আসরে তাঁর আলাদা সুখ্যাতি রয়েছে। একইসঙ্গে তরুণ প্রজন্মের ‘পালস’ বোঝেন তিনি, দাবি ওয়াকিবহাল মহলের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবাংশু ভট্টাচার্য এই দৃশ্যকে সামনে রেখেও প্রচার চালিয়ে গিয়েছেন। ওই সাপটিকে পরে অবশ্য বার করে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিয়ে দলীয় কর্মীদের একাংশ চর্চা করলেও সকলকে অভয় দেন দেবাংশু। পাশাপাশি প্রচারের ময়দানে দেখা গিয়েছে তাঁকে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন তিনি। প্রচারে গিয়ে খোল বাজাতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও স্বমহিমায় খেলা হবে স্লোগান দিচ্ছেন। তমলুক লোকসভা কেন্দ্রে কে হবে বিজেপির প্রার্থী? তা নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি গেরুয়া শিবির। তবে এরই মধ্যে সেখানে একাধিকবার গিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। তাঁকে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জেও দেখা গিয়েছিল। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই সাক্ষাৎকার একেবারে সৌজন্যমূলক। রাজনৈতিক কোনও বিষয় এর মধ্যে নেই। যদিও রাজনৈতিক কারবারিরা এই নিয়ে চর্চা শুরু করেছে। তমলুকে শেষমেশ বিজেপির প্রার্থী কে হয় সেই দিকে নজর সব মহলের।
তাৎপর্যপূর্ণভাবে, একেবারে তরুণ মুখ সায়নের উপর ভরসা রেখেছেন বামেরা। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিত দেবাংশু। তাঁদের মধ্যে ভোটযুদ্ধে কে এগিয়ে থাকবে? তা নিয়ে আলোচনা চলছে।