• Arvind Kejriwal : আইআইটি খড়গপুর থেকে দিল্লির মসনদে, 'মাফলার ম্যান' কেজরিওয়ালের রাজনৈতিক উত্থানের কাহিনি জানুন
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। দেশের ইতিহাসে এই প্রথম পদে থাকাকালীন কোনও মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন। তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লোকসভা ভোটের আগে এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে।

    একটা সময় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে রাজনীতিতে পদার্পণ করেছিলেন কেজরিওয়াল। আজ তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কেমন ছিল এই 'আম আদমি' উত্থান?আইআইটি খড়গপুরের মেধাবী ছাত্র থেকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ। জার্নিটা মোটেও সহজ ছিল না অরবিন্দ কেজরিওয়ালের জন্য।

    কেমন ছিল কেজরির কেরিয়ার?কেরিয়ার শুরুতে রাজনীতির ময়দানে পা রাখার কোনওরকম পরিকল্পনা ছিল না অরবিন্দ কেজরিওয়ালের। বরাবরই বিজ্ঞানের মেধাবী ছাত্র ছিলেন তিনি। প্রথম অ্যাটেম্পটেই IIT-JEE ক্র্যাক করে ছিলেন তিনি। IIT খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। যদিও তারপর টাটা স্টিল সংস্থায় প্রথম ইন্টারভিউতে তাঁর চাকরি হয়নি। দ্বিতীয় ইন্টারভিউতে বসার কোনও সদিচ্ছা ছিল না কেজরিওয়ালের। পারিপার্শ্বিক চাপে তিনি শেষ পর্যন্ত ইন্টারভিউতে পৌঁছন। সেবার অবশ্য সফল হন তিনি।

    রাজনীতিতে ঝোঁক কবে থেকে?চাকরিরত অবস্থায় প্রথমবার মাথায় সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা জন্মায় কেজরিওয়ালের। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথমবার বসেই সফল হন তিনি। কলকাতার কালীঘাটে মাদার টেরেসার নির্মল হৃদয় আশ্রমে গিয়ে মন পরিবর্তন হয় তাঁর। ১৯৯৫ সালে IRS হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি নির্মল হৃদয় আশ্রমে দু'মাস কাজ করেছিলেন।

    দুর্নীতির বিরুদ্ধে লড়াইIRS হিসেবে কাজ করতে গিয়ে তিনি সমাজের বিভিন্ন অংশে চলা দুর্নীতির বিরুদ্ধে ধীরে ধীরে সরব হতে শুরু করেন। দিল্লির একি সংস্থা 'পরিবর্তন'-এ যোগদান করেন তিনি। তাদের জন আন্দোলেন সঙ্গে জড়িত হন কেজরিওয়াল। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে, সামাজিক প্রকল্পে, আইটি দফতর এবং বিদ্যুৎ দফতরে চলা দুর্নীতির পর্দাফাঁস করে এই সংস্থার জন আন্দোলন।

    রাজনীতিতে পা২০০৬ সালে আয়কর বিভাগের জয়েন্ট কমিশনার পদ থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১০ সালে তিনি আন্না হাজারের শিষ্য হিসেবে আন্দোলন শুরু করেন। জন লোকপাল বিলের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। তখনও ধারণা ছিল না রাজনীতিতে ঠিক কী কী অপেক্ষা করছে তাঁর জন্য।

    মাফলার ম্যানের আত্মপ্রকাশপ্রাক্তন এই IRS অফিসার যদিও আন্না হাজারের গান্ধীবাদী নীতিতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। আন্না হাজারে আন্দোলনের সঙ্গে একমত হতে না পেরে শেষ পর্যন্ত তিনি নিজের দল গড়ে তোলেন। ২০১২ সালে তৈরি তাঁর দলের নাম দেন আম আদমি পার্টি। দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় নিজের দল নিয়ে সংসদীয় রাজনীতিতে পা দেন কেজরিওয়াল। ঝাড়ু প্রতীক এবং লাল মাফলারে অরবিন্দ কেজরিওয়াল খুব অল্প সময়ের মধ্যেই ভারতের 'আম আদমি' হয়ে ওঠেন। শিলা দীক্ষিতকে হারিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। খুব কম সময়ের মধ্যেই তিনি গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন।

    ৪৯ দিনের মুখ্যমন্ত্রী৪৯ দিন পদে থাকার পর ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তবে এই ক'দিনের সংসদীয় রাজনীতিতে তাঁর সমালোচনাও বিস্তর হয়েছে। তাঁর মাফলার অবতার এখনও লড়াইয়ের প্রতীক হয়ে রয়েছে। এরপর ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আম আদমি পার্টি পুনরায় ক্ষমতায় আসে। ৭০টির মধ্যে ৬৭টি আসন যেতে কেজরির দল। তারপর থেকে দিল্লির কুর্সিতে তিনিই রয়েছেন। এমনকী ED-র হাতে গ্রেফতারির পরও দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরিওয়াল।
  • Link to this news (এই সময়)