• Mumbai Crime : মৃত বাবার পিএফের টাকা চাইতে গিয়ে যৌন হেনস্থার স্বীকার, এইচ আর ম্যানেজারের বিরুদ্ধে থানায় তরুণী
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • পিএফের টাকা চাইতে গিয়ে বাবার অফিসে যৌন হেনস্থার শিকার হলেন তরুণী। বৃহস্পতিবার অফিসের এইচআর ম্যনেজার যৌন সম্পর্কের জন্য চাপ দেন বলে অভিযোগ তরুণীর। অভিযুক্ত এইচ আর ম্যনেজারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তরুণী।পেশায় পরিচারিকা বছর তেইশের ওই তরুনী মুম্বইয়ে নিজের ঠাকুমা এবং ভাইয়ের সঙ্গে থাকেন। তরুণীর বাবা-মার অনেকদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ২০১৫ সালে মৃত্যু হয় তরুণীর বাবার। মৃত্যুকালে ওই তরুণীকে তাঁর বাবা পিএফএর নমিনি করে যান। বলা হয় তরুণীর আঠারো বছর বয়সে ওই টাকা তুলতে পারবেন তরুণী। সেই মতো বাবার অফিসে যোগাযোগ করেন তিনি। কিন্তু কিছুতেই সেইটকা তাকে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও টাকা না পেয়ে শেষপর্যন্ত বাবার বেসরকারি অফিসের এইচআর ম্যনেজারের সঙ্গে দেখা করেন ওই তরুণী। অভিযোগ, পিএফের টাকা তাড়াতাড়ি পেতে এইচআর ম্যানেজারের সঙ্গে যৌনসম্পর্ক করার কথা বলা হয় বলে অভিযোগ। মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার সময় দুজনের মধ্যে হওয়া কথোপকথন ফোনে রেকর্ড করে নেন তরুণী। সেই রেকর্ড পরে পুলিশের কাছে জমা দেন তিনি। ফোনের রেকর্ডের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত এইচআর ম্যানেজারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারা অনুযায়ী মামল রুজু করেছে পুলিশ। যদিও অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

    ভারতে যৌনহেনস্থার ঘটনা আকছার ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই কর্মস্থলে হেনস্থার শিকার হন মহিলারা। যারফলে কমছে কর্মক্ষেত্রে মহিলাদের সংখ্যা। তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ভারতে কর্মজীবী মহিলর সংখ্যা একধাক্কায় ২৬ শতাংশ থেকে নেমে দঁড়িয়েছে ১৯ শতাংশে। মাত্র এক দশকে কর্মজীবী মহিলার সংখ্যা ৭ শতাংশ কমে যাওয়া যথেষ্ট উদ্বেগজনক। আর এর সবথেকে বড় কারণ হল কর্মস্থলে যৌন হেনস্থার ঘটনা। ২০১৩ সলের ১০ ডিসেম্বর কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে একটি আইন লাগু হয়েছিল ভারতে। তবে এই আইন কতটা কার্যকর হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই আওয়াজ তুলেছে বিভিন্ন মহিলা সংগঠন।

    ২০২১ সালে ন্যাসনাল হিম্যান রিসোর্স ডেভলপমেন্ট একটি সমীক্ষা করে। সেই সমীক্ষায় দেখা গেছে, মাত্র ৮ শতাংশ কর্মী তদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্পর্কিত আইনের প্রয়োগ সম্পর্কে ওয়াকিবহাল। সমীক্ষায় দেখা গেছে, ১১ শতংশ মহিলা জানিয়েছেন, যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ করার বদলে তাঁরা চাকরি ছেড়ে দিতে বেশি স্বাচ্ছন্দ বোধ করবেন।
  • Link to this news (এই সময়)