IPL 2024 Opening Ceremony MA Chidambaram Stadium in Chennai: অপেক্ষার অবসান। আর কিছু পরেই উদ্বোধন হবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ, আইপিএলের সপ্তদশ পর্বের। তার আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবারের মত এবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য হতে চলেছে। চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়াম মাতাবেন একঝাঁক দক্ষিণী এবং বলিউডি তারকা। অন্যবারের মত এবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে রঙিন করে তুলতে চেষ্টার কসুর করেনি ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই। সব মিলিয়ে নাচে-গানে ভরে উঠবে গোটা উদ্বোধনী অনুষ্ঠান পর্ব।