• গুগলকে ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সের বাজার নজরদারি সংস্থা ইইউ বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিষয়ক নিয়ম ও সে দেশের প্রকাশক ও বার্তা সংস্থাগুলির সঙ্গে চুক্তি লঙ্ঘনের অভিযোগে গুগলকে ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে।বুধবার প্রযুক্তি সংস্থা অ্যালফাবেটের গুগলকে ফ্রান্সের প্রতিযোগিতা বিষয়ক নজরদারি সংস্থা জরিমানা করেছে। গুগল তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর চ্যাটবট বার্ডকে, যা পরে নাম বদলে হয় ‘জেমিনি’, প্রকাশক বা বার্তা সংস্থাদের অজান্তে তাদের তথ্যের ওপর প্রশিক্ষণ দিয়েছে। ২০২২ সালে প্রকাশকদের সঙ্গে গুগলের সমঝোতায় গুগল মোট সাতটি প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে চারটি ভঙ্গ করেছে বলে অভিযোগ জানাচ্ছে নজরদারি সংস্থাটি। গুগলের বিরুদ্ধে অভিযোগ, প্রকাশকদের কন্টেন্ট গুগল কীভাবে ব্যবহার করবে, সেবিষয়ে প্রকাশকদের অনুমতি না নেওয়ায়, কন্টেন্টের দাম সঠিকভাবে নির্ধারণ করতে পারেননি প্রকাশকরা।এই জরিমানাকে গুগল অসামঞ্জস্যপূর্ণ বলেছে। গুগলের মতে, নজরদারি সংস্থা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি।।।
  • Link to this news (আজকাল)