• কলকাতায় আইপিএল বোধনের আকর্ষণ স্টার্ক বনাম কামিন্স, কী বলছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক'...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: প্যাট কামিন্স বনাম মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে দামি ক্রিকেটারের লড়াই। কলকাতায় কোটিপতি লিগের বোধনের ইউএসপি এটাই। চারমাস আগে একসঙ্গে বিশ্বকাপ জিতেছেন। এবার আইপিএলে মুখোমুখি। তাও আবার কামিন্সের প্রাক্তন ডেরায়। বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন কেকেআরে। সেই ইডেনেই এবার প্রথম ম্যাচ। কিন্তু জার্সির রং বদলে গিয়েছে। আর বেগুনি নয়, কমলা জার্সিতে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধেই নামবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। স্বভাবতই নস্টালজিয়ায় ভাসছেন। সেটা জানাতে দ্বিধা করলেন না সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। প্যাট কামিন্স বলেন, "কলকাতায় ফিরে ভাল লাগছে। এখানে আমি কয়েক বছর কাটিয়েছি। ইডেনের ড্রেসিংরুমে ফিরে নস্টালজিক লাগছে। এবার কেকেআর আমার প্রতিপক্ষ। তবে এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।" প্রাক্তন দলের পাশাপাশি জাতীয় দলের সতীর্থ। ইডেনেই কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কামিন্স, স্টার্করা। এবার মুখোমুখি। কামিন্স-স্টার্ক দ্বৈরথ দেখার অপেক্ষায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা। এই প্রসঙ্গে কামিন্স বলেন, "আশা করছি আমাকে স্টার্কির বল খেলতে হবে না। একইসঙ্গে ওকেও আমার বল খেলতে হবে না। স্টার্কি কত বড় মনের বোলার সেটা বলার অপেক্ষা রাখে না। তবে বিপক্ষ দলের অধিনায়ক হিসেবে স্টার্কিকে কেমনভাবে খেলতে হবে সেই পরামর্শ প্লেয়ারদের দিতে পারি।" বাইশ গজে লড়াইয়ের আগে সতীর্থকে কী বার্তা দিতে চান কামিন্স? সানরাইজার্সের অধিনায়ক বলেন, "স্টার্কিকে শুধু হ্যালো বলতে চাই।" জাতীয় দলের দুই সতীর্থের মধ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আইপিএলে এই প্রথম অধিনায়কত্ব করবেন কামিন্স। হায়দরাবাদের এই সিদ্ধান্তের কটূক্তি করেছেন বহু প্রাক্তন ক্রিকেটার। কিন্তু সেসব পেছনে ফেলে শুরুটা ভাল করার বিষয়ে আশাবাদী কামিন্স। বলেন, "এই ফরম্যাটে আমি কোনওদিন অধিনায়কত্ব করিনি। কাল আমার প্রথম ম্যাচ। তাই আমি খুবই উত্তেজিত।" দলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোনও বড় নাম নেই। তবে সেই নিয়ে চিন্তিত নন সানরাইজার্সের নেতা। দলের পেস বিভাগ শক্তিশালী হলেও স্পিন তুলনামূলকভাবে দুর্বল। ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং শাহবাজ আহমেদ ছাড়া কেউ নেই। আইডেন মার্করাম এবং ট্রাভিস হেডকে বেশি করে ব্যবহার করতে চান কামিন্স। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)