• আজ শুরু আইপিএল, একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জানুয়ারির পর ফের বাইশ গজে নামছেন বিরাট কোহলি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের সামনে শুক্রবার বিরাটের আরসিবি। শেষবার তিনি দেশের হয়ে মাঠে নেমেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচে। তারপর লম্বা বিশ্রাম। খেলেননি ইংল্যান্ড সিরিজে।প্রায় দু’‌মাস পর ফিরছেন বিরাট। পাশাপাশি তিনি দাঁড়িয়ে রয়েছেন একাধিক মাইলস্টোনের সামনে। আর মাত্র ৬ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি টি২০ ক্রিকেটে ১২ হাজার রান করার নজির গড়বেন। এখনও অবধি ৩৭৬ টি২০ ম্যাচে বিরাট করেছেন ১১,৯৯৪ রান।শুক্রবারের ম্যাচে একটি অর্ধশতরান করতে পারলেই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০ ক্রিকেটে ১০০ তম অর্ধশতরান করার নজির গড়বেন তিনি। বিশ্ব পর্যায়ে এখনও অবধি মাত্র দু’‌জন ক্রিকেটার ১০০–র বেশি অর্ধশতরান করেছেন টি২০ ক্রিকেটে। তাঁরা হলেন গেইল এবং ওয়ার্নার। এছাড়া আর ১৫ রান করলেই চেন্নাইয়ের বিরুদ্ধে ১০০০ আইপিএল রান করার নজির গড়বেন বিরাট। আর তা করতে পারলেই তিনি হবেন কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় ক্রিকেটার। 
  • Link to this news (আজকাল)