• সন্দেশখালিকে আফগানিস্তানের সঙ্গে তুলনা প্রাক্তন পুলিশ কর্তার...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি যেন আফগানিস্তান। শুক্রবার সন্দেশখালি ঘুরে এসে অভিযোগ করলেন প্রাক্তন আইপিএস এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার তিনি এবং বিজেপির একটি প্রতিনিধি দল সন্দেশখালিতে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখা ছাড়াও কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাঁকে এবং অন্যান্য বিজেপি নেতাদের কাছে এদিন সন্দেশখালির বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।রাজ্য সরকারকে একহাত নিয়ে এদিন ভারতী জানিয়েছেন, সন্দেশখালি থেকে পাওয়া সমস্ত অভিযোগ কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হবে এবং সেইসঙ্গে কলকাতা পুলিশে কর্মরত এক আধিকারিকের বিরুদ্ধে তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করবেন। তাঁর অভিযোগ, ওই আধিকারিকের বাড়ি সন্দেশখালিতে। তিনি জবকার্ড, শৌচালয় এবং অন্যান্য প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করেছেন। প্রাক্তন এই পুলিশকর্তার দাবি, শেখ শাহজাহানরা আজ সন্দেশখালিতে নেই বলেই সেখানকার মহিলারা মন খুলে কথা বলতে পারছেন। এমনকী সেখানে ২০১১ সালের পর থেকে কাউকে ভোট দিতে দেওয়া হতো না বলেও দাবি করেছেন ভারতী।
  • Link to this news (আজকাল)