• চালসায় গাছের গায়ে লাগান বিজ্ঞাপন খুলে নিল বনদপ্তর
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: গাছের গায়ে পেরেক ঠুকে লাগানো বিজ্ঞাপন খুলে নিল বনদপ্তর। শুক্রবার জলপাইগুড়ি জেলার চালসা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ধারে এমন ভাবে লাগানো বিজ্ঞাপনের বোর্ড, ফ্লেক্স, ব্যানারগুলি খোলার উদ্যোগ নেয় চালসা রেঞ্জের বনকর্মীরা। গাছ সজীব ও প্রানবন্ত। গাছের গায়ে পেরেক ঠোকা আইনতও অপরাধ। কিন্তু, তারপরেও অনেকে গাছের গায়ে পেরেক মেরে বিজ্ঞাপনের বোর্ড, ব্যানার, পোস্টার লাগায়। চালসা থেকে লাটাগুড়ি যাওয়ার পথে টিয়াবন এলাকায় জাতীয় সড়কের ধারে বহু গাছে এই রকম বোর্ড লাগানো ছিল। এনিয়ে স্থানীয় পরিবেশপ্রেমীরা অভিযোগও জানাচ্ছিলেন। শুক্রবার বনদপ্তরের চালসা রেঞ্জের কর্মীরা এই রকম বহু বোর্ড খুলে বাজায়াপ্ত করলো। চালসার পরিবেশপ্রেমী সুমন চৌধুরী বলেন, "এটি বনদপ্তরের ভাল উদ্যোগ। গাছে পেরেক মারলে গাছের গায়ে ক্ষত সৃষ্টি হয়। সেখানে ফাঙ্গাস এর আক্রমণ ঘটে, যা থেকে গাছের অকাল মৃত্যু হয়। এভাবে পেরেক মেরে বিজ্ঞাপন লাগানো উচিত নয়।"  বনদপ্তরের এই উদ্যোগের তিনি প্রশংসা করেন।
  • Link to this news (আজকাল)