• রাজ্যপালের 'লোকসভা'র বিরুদ্ধে কমিশনে তৃণমূল...
    ২৪ ঘন্টা | ২৩ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '৪৮ ঘণ্টায় জমা পড়েছে ১০০ অভিযোগ'! রাজ্যপালের নির্বাচনী পোর্টালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করল বিজেপি। রাজ্য়ের শাসকদলের দাবি, রাজ্যে কার্যত সমান্তরাল ভোট প্রক্রিয়া চালাচ্ছেন রাজ্য়পাল। হস্তক্ষেপ করেছে কমিশনের কাজেও!

    রাজভবন সূত্রে খবর, এই পোর্টালে মানুষের সাড়াও মিলেছে যথেষ্ট ভালো। ৪৮ ঘণ্টায় জমা পড়েছে ১০০ অভিযোগ। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের নাম সিইও অফিস, এমনকী রাজ্য় প্রশাসনের কাছেও পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন'। ১৯ এপ্রিল থেকে ১ জুন। বাংলায় লোকসভা ভোট হবে ৭ দফায়। রাজ্যপাল জানিয়েছেন, 'ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। লোকসভার ভোটের প্রতিটি পর্বে সবাই ঘুম থেকে ওঠার আগে, সকাল ৬টা থেকে আমি রাস্তায় থাকব। মানুষের কাছে থাকব'। তিনি বলেন, 'আমার অগ্রাধিকার দু'টো। হিংসা এবং দুর্নীতি বন্ধ করা। আমি জন রাজভবন বা ভ্রাম্যমাণ রাজভবন হিসেবে রাস্তায় ঘুরব। পঞ্চায়েতের আগেও বলেছি, আবারও বলছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না'। 
  • Link to this news (২৪ ঘন্টা)