• ভোটের আগে ৪ নতুন জেলাশাসক নিয়োগ কমিশনের, কোন জেলার দায়িত্বে কে?
    প্রতিদিন | ২৩ মার্চ ২০২৪
  • গৌতম ব্রহ্ম: লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) প্রাক্কালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে রদবদল করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সূত্রে ভোট ঘোষণার পরদিনই রাজ্য পুলিশের ডিজি (DG) রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। সেভাবেই চার জেলার জেলাশাসককেও বদলি করে দেওয়া হয়েছিল কমিশনের তরফে। এবার সেই জেলাগুলিতে নতুন জেলাশাসক (DM) নিয়োগ করল নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় দিল্লি থেকে সেই বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে মুখ্যসচিবের কাছে। শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের রিপোর্ট করতে হবে।

    নির্বাচন কমিশনের তরফে কোন জেলায় জেলাশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হল, দেখে নিন একঝলকে ?

    মাত্র একদিন আগে, ২১ মার্চ রাজ্যের চার জেলার জেলাশাসককে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। এর মধ্যে ছিল পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম। ২৪ ঘণ্টা পরই তাঁদের জায়গায় জেলাশাসক নিয়োগের বিজ্ঞপ্তি (Notification) দিল কমিশন। ঝাড়গ্রামের জেলাশাসকের দায়িত্ব দেওয়া হল মৌমিতা গোদারা বসুকে। এর আগে তিনি একাধিক জেলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্ব মেদিনীপুরের জয়শী দাশগুপ্ত, পূর্ব বর্ধমানের কে রাধিকা আইয়ারও আমলা হিসেবে বরাবর প্রশংসার দাবিদার। এবার তাঁদের উপরই জেলায় জেলায় সুষ্ঠুভাবে ভোট পরিচালনার ভার দিল জাতীয় নির্বাচন কমিশন।
  • Link to this news (প্রতিদিন)