• ভোটের মুখে স্থগিত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া, হতাশ চাকরিপ্রার্থীরা
    প্রতিদিন | ২৩ মার্চ ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনক্ষণ ঘোষণার পর থেকেই দেশজুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। আর সেই গেরোতেই সম্ভবত স্থগিত হয়ে গেল রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। জানা যাচ্ছে, আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত। আবেদনকারীদের পার্সোনালিটি টেস্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এই খবরে স্বভাবতই হতাশ চাকরিপ্রার্থীরা। যদিও ইতিমধ্যে অনিশ্চয়তা কাটাতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। তা নিয়ে ইতিবাচক জবাব পেলে তবেই পার্সোনালিটি টেস্ট নিতে পারবে এসএসসি (SSC)। নইলে ভোটের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে না বলেই জানিয়েছে কমিশন।

    উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগ জট খোলার পর ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া চলছে এসএসসি-র তরফে। আগামী ২ এপ্রিল আবেদনকারীদের পার্সোনালিটি টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই তা স্থগিত হয়ে যায়। মনে করা হচ্ছে, ভোটের আগে আদর্শ আচরণবিধি (Model Code of conduct) লাগু হওয়ায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত হল। এসএসসি সূত্রে খবর, ২ এপ্রিলের প্রক্রিয়ায় আচমকাই স্থগিত করা হয়েছে। এনিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাদের তরফে ভোটের আগে প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জবাব এলে তবেই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলবে। নইলে আপাতত তা স্থগিত হয়ে গেল।  এই খবরে হতাশ চাকরিপ্রার্থীরা। 

    এমনিতেই রাজ্যে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) নিয়ে হাজারও দুর্নীতির অভিযোগে মামলা চলছে। সেসব জট কাটিয়ে দীর্ঘদিন পর উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু লোকসভা ভোটের প্রাক্কালে আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় সম্ভবত সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যাচ্ছে। ২ এপ্রিলের পার্সোনালিটি টেস্ট আপাতত হচ্ছে না। তা ফের কবে নেওয়া হবে, এসএসসি সূত্রে তার কোনও খবর নেই। মনে করা হচ্ছে, ভোটপর্ব মিটলে ফের তা প্রক্রিয়া চালু হবে। ততদিন অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের।  
  • Link to this news (প্রতিদিন)