হোয়াটসঅ্যাপে বা সাধারণ কল করে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা পুরোনো নয়। সেই পদ্ধতি সাধারণ মানুষ জেনে যাওয়ায় এখন স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে সাইবার অপরাধীরা। গত ক’দিনে রাজ্যের কয়েক হাজার মানুষ তাঁদের মেলে প্রশান্ত গৌতম নামে এক ব্যক্তির এই বার্তা পেয়েছেন।
যেখানে ভুল ইংরেজিতে বলা হয়েছে, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে কোর্ট অর্ডার সম্পর্কে জেনে নিন। একদিনের মধ্যে যোগাযোগ না করলে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ নিজের পরিচয় হিসেবে লিখেছেন, তিনি চিফ অফ পুলিশ শুধু নন, এমনকী প্রসিকিউটর ওভার মাইনরস অ্যান্ড অফেন্সেস রিলেটেড টু সাইবার ক্রাইম।তার দপ্তরের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে ৮, মহিপালপুর, নিউ দিল্লি-১১০০৩৭। যদিও পুরো বিষয়টাই ভুয়ো।
আচমকা এমন মেল পেয়ে ভয় বা আতঙ্কে ওই ঠিকানায় যোগাযোগ করলেই শুরু হবে প্রতারকদের খেলা। প্রথমেই তারা জানাবে, আপনি সম্প্রতি এমন কোনও ওয়েব সাইটে ঢুকেছেন বা অজানা লিঙ্কে ক্লিক করেছেন যেখান থেকে আপনার সামনে পর্ন সাইট খুলেছে।
সেটি আপনি দেখেছেন। লুকিয়ে এই পর্ন দেখার সব তথ্য আপনার ইন্টারনেট আইপি অ্যাড্রেস থেকে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম সেলের কাছে অভিযোগ আকারে জমা পড়েছে। আর ওই ছবিতে চাইল্ড পর্ন ছিল, ফলে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হওয়ার পরে গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে।
ফলে একজন দক্ষ পুলিশ অফিসারের পরামর্শ নিয়ে আইনজীবীর সাহায্য নিতে হবে। তিনি আবার আপনার সামনে আসবেন না, আপনাকেও যেতে হবে না তাঁর কাছে। শুধু মোটা টাকা পেমেন্ট করলেই অনলাইনে স্কাইপের মাধ্যমে সমস্ত মামলার ফয়সালা করে দেবেন তিনি। পুলিশ আর গ্রেপ্তার করতে আসবে না আপনার দুয়ারে।
কলকাতার বেশ ক’জন ব্যক্তি পাল্টা মেল করে বিষয়টি সম্পর্কে সন্দেহ প্রকাশ করায় প্রতারকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার মেল আইডি আমাদের কাছে রয়েছে। ফলে শুধু পুলিশ পাঠানোই নয়, আপনি যেখানে কাজ করেন এবং যাঁরা বন্ধুবান্ধব রয়েছে, প্রয়োজনে বিষয়টি সকলকে জানিয়ে দেওয়া হবে।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যেহেতু প্রত্যেকে নিজের ইমেজ সম্পর্কে সচেতন, ফলে সহজে তাঁরা এই ফাঁদে পা দিয়ে দিতে পারেন। সুতরাং আমাদের পরামর্শ, কোনও ভাবে এমন মেলের জবাব দেবেন না। ওয়েবসাইট বা অন্যান্য কাজের জন্য পৃথক মেল ব্যবহার করুন। আর সবচেয়ে ভালো হয়, যদি মন থেকে এ ধরনের ফালতু ভয় দূরে সরিয়ে ফেলতে পারেন। তাহলে কোনও সমস্যাই থাকবে না আপনার।