Kolkata Weather News : দোলের আগে বৃষ্টি কমবে শহরে! কোন জেলায় দুর্যোগ? জানাল হাওয়া অফিস
এই সময় | ২৩ মার্চ ২০২৪
বসন্তের মাঝেও বৃষ্টির ভ্রুকুটি গোটা বঙ্গ জুড়ে। রোদ সরে গিয়ে যখন-তখন কালো মেঘ ঢেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে, এই আশঙ্কায় বর্ষাতি সঙ্গে নিয়ে বের হতে হচ্ছে সকলকেই। তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী চলতি সপ্তাহে। এই আবহাওয়ার কি পরিবর্তন ঘটবে? দোল কি বৃষ্টিতে মাটি হবে? আলিপুর আবহাওয়া দফতর কী বলছে, দেখে নেওয়া যাক একনজরে।আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণ অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে ৷ যেটি বাংলাদেশ ছুঁয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। সেই তুলনায় চলতি সপ্তাহের শেষের দিকে ভালো বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।
কলকাতার আবহাওয়া কেমন?
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। শনিবার, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দোলের সময় বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। বুধবারের পর হালকা বৃষ্টি হতে পারে।
ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, নজরে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গ কেমন আবহাওয়া?
কলকাতা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। ২৫ তারিখ থেকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আগামী তিন - চারদিন উত্তরের জেলাগুলিতে ভালোরকম বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পরের সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। কোথাও, কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও, দুই দিনাজপুর জেলায় ২৫ তারিখের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তাপমাত্রা নিম্নমুখী থাকবে।