• Solar Eclipse : বছরের প্রথম সূর্যগ্রহণে ভয়াবহ বিপদ আমেরিকায়! তোড়জোড় শুরু সরকারের
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • আগামি ৮ এপ্রিল বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। উত্তর আমেরিকা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেখা যাবে প্রথম সূর্যগ্রহণ। মহজাগতিক বিরল এই দৃশ্যের সাক্ষী হবে মত্র ৩টি দেশ। ওই দিন সূর্যকে ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হয়ে যাবে রাতের মতো অন্ধকার।এই সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা থেকে। পরে আস্তে আস্তে উত্তর আমেরিকার দিকে ঘুরে যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ার কারণে মর্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।

    কেন হয় সূর্যগ্রহণ?বিজ্ঞানীদের মতে, এই ধরণের সূরযগ্রহণ খুবই বিরল। চাঁদ যেসময় সূর্য আর পৃথিবীর মাঝে চলে আসে তখন হয় সূর্যগ্রহণ। এই সময় সূর্যের আলে পৃথিবীতে আসতে পারে না। মহাকাশ থেকে দেখলে দেখা যাবে পৃথিবীর ওপর চাঁদের বড় ছায়া। প্রতি ১৮ মাস অন্তর পৃথিবী এবং সূর্যের মাঝে আসে চাঁদ। সেই সময় সূর্যের রশ্মি পৃথিবী অবধি পৌঁচতে পারে না।

    পূর্ণ সূর্যগ্রহণের প্রভাব কোথায় কি পড়বে?পূর্ণ গ্রহণের ফলে ওই দিন একটা দীর্ঘ সময়ধরে থাকবে গ্রহণ। তবে গ্রহণের রশ্মি সরাসরি চোখে পড়লে চোখ খারাপ হতে পারে। বিশেষত ছোট ছোট পড়ুয়দের ওপর এর প্রভাব আরও বেশি পড়বে।

    কোথায় কোথায় দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ?সূত্রের খবর, আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকনসাস, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, ওহিও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ারে দেখা যাবে এই পূর্ণ সূর্যগ্রহণ। দেখা যাবে টেনেসি এবং মিশিগানের কিছু অংশ থেকেও। পরে তা সরে যাবে কানাডার দিকে।

    কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?নিরাপত্তার বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে সেদেশের প্রশাসন। পড়ুয়াদের দেওয়া হবে বিশেষ চশমা। ওই দিন বন্ধ রাখা হবে আমেরিকার কয়েকশো স্কুল। টেক্সাসে বাসিন্দাদের আগে থেকে খাবার কিনে রাখতে বলা হয়েছে। গ্রহণ দেখতে আসা পর্যটকদের ভিড়ের কারণে যাতে স্থানীয়দের খাবারে টান না পড়ে সেইকারণেইএই ব্যবস্থার নির্দেশ। গ্রহণ দেখতে আসার জন্য অনেক লোকের ভিড় হলে তব্র যানজট হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ওইদিন স্কুল বন্ধ রাখা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
  • Link to this news (এই সময়)