• Moscow Attack : ব্যান্ডের কনসার্ট চলাকালীন নির্বিচারে গুলি! রাশিয়ায় ISIS হামলায় নিহত ৬০, আহত শতাধিক
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • রাশিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মস্কোর কনসার্ট হলে এই হামলা চলে। যার জেরে ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও শতাধিক। ইতিমধ্যেই এই হামলার দায় নিয়েছে ISIS।মস্কোর কনসার্ট হলে আচমকাই ঢুকে পড়ে একাধিক বন্দুকবাজ। দর্শকে ঠাসা হলে নির্বিচারে গুলি চালাতে থাকা তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, অস্ত্র লুকিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করে বন্দুকবাজরা। এরপর নাগাড়ে গুলি চালাতে থাকে ভরা কনসার্ট হলের মাঝে। পাশাপাশি গ্রেনেড থেকে বোমাজাতীয় কিছু ছোড়ে হামলাকারীরা।

    মস্কোর উত্তর দিকের ক্রাসনুগর্গ অন্যতম জনপ্রিয় এই ক্রোকাস সিটি কনসার্ট হল। আন্তর্জাতিক স্তরে নানা অনুষ্ঠান হয় এই অভিজাত হলে। হাজার হাজার দর্শক আসন রয়েছে সেখানে। রুশ নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়েছে, হামলার সময় সেখানে আন্তর্জাতিক শিল্পীরা পারফর্ম করছিলেন। পিকনিক ব্যান্ডের একটি অনুষ্ঠান চলছিল। দর্শকাসনে ছিলেন প্রচুর সংখ্যক মানুষ। ফলে এই বন্দুকবাজদের অতর্কিত হামলায় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহুজনের। প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পরে যায় হলের মধ্যে। তার মধ্যেই নির্বিচারে গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। আহতের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

    গোটা ঘটনায় প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উচ্চস্তরের তদন্ত কমিটি ঘটনার তদন্তে নেমেছে বলে জানা যাচ্ছে। বন্দুকবাজদের হামলার ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, কনসার্ট হল থেকে নাগাড়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। পাশাপাশি অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, দু'জন কনসার্ট হল থেকে ছুটে বেরিয়ে আসছে। কোনওমতে প্রাণ বাঁচাতে তাঁরা গাড়ির পিছনে আশ্রয় নিয়েছে। ঘটনায় আতঙ্কিত পিকনিক ব্যান্ড চলতি সপ্তাহে শহরের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছে।

    মস্কোর এই কনসার্ট হলের নিরাপত্তাকর্মীদের বক্তব্য, সাধারণ পোশাক পরে এবং স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এসে দুই থেকে পাঁচজন আততায়ী প্রবেশপথে রক্ষীদের উপর গুলি চালাতে শুরু করে। তারপরে শুরু হয় দর্শকদের লক্ষ্য করে গুলি চালানো। সেইসময় নিজেদের সুরক্ষায় মাটিতে শুয়ে পড়েন দর্শকরা। টানা ১৫ থেকে ২০ মিনিট ধরে গুলি চালায় আততায়ীরা। থিয়েটারের বেসমেন্ট হয়ে পালিয়ে যান প্রায় একশো মানুষ। কেউ কেউ ছাদে আশ্রয় নেন। কমপ্লেক্সের তিন ভাগের এক ভাগ জ্বলে গিয়েছে।

    রাশিয়ার মস্কোয় জঙ্গি হামলার দায় নিল ইসলামিক স্টেট। ঘটনার দায় নিয়ে ISIS অনুমোদিত নিউজ এজেন্সি শুক্রবার টেলিগ্রামে এক বিবৃতি প্রকাশ করেছে। যদিও এই দাবির পরিপ্রেক্ষিতে কোনও প্রমাণ তারা দিতে পারেনি এই জঙ্গি সংগঠন। অবশ্য ISIS-এর দাবির পরিপ্রেক্ষিতে আমেরিকা প্রশাসনের তরফে বলা হয়েছে, আসন্ন হামলার কথা তারা রাশিয়াকে জানিয়ে সতর্ক করেছিল। আমেরিকার গোয়েন্দারা মার্চেই জানতে পেরেছিলেন, মস্কোয় হামলার পরিকল্পনা করছে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী ইসলামিক-খোরাসান যারা ISIS-K নাম পরিচিত।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'মস্কোতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার নিন্দে জানাচ্ছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন মুহূর্তের সময় রাশিয়ার অগণিত মানুষের পাশে রয়েছে ভারত।'
  • Link to this news (এই সময়)