• Lok Sabha Election 2024: ৯৭ কোটি ভোটারের কাছে পৌঁছতে মেগা প্ল্যান! ভোটদান সুনিশ্চিতে কী কী বিশেষ ব্যবস্থা কমিশনের?
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়ে সরকার নির্বাচিত হয়ে থাকে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্য রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান ভোটাধিকার থাকে। সরকার গড়তে প্রতি নাগরিকের ভোট গুরুত্বপূর্ণ। দেশে যখনই কোনও নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়, সকলকে আহ্বান জানানো হয়ে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য়।নিজের মূল্যবান ভোট দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ তথা জনপ্রতিনিধি নির্বাচন করতে। ভোটদানে উৎসাহিত করা হয় যুব সমাজকেও। লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। সাজো সাজো রব দেশজুড়ে। প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এবারে মোট ভোটার ৯৬.৮ কোটি টাকা। এর মধ্য়ে পুরুষ ভোটারের সংখঅযা ৪৯.৭ কোটি ও মহিলা ভোটারের সংখ্য়া ৪৭.১ কোটি। ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্য়া প্রায় ৮২ লাখ। নতুন ভোটারের সংখ্যা ১ কোটি ৮ লাখ। তরুণ ভোটারের সংখ্যা ১৯.৭৪ কোটি। শতায়ু পার ভোটার ২.১৮ লাখ। পুরনো ভোটার ৮২ লাখ। ১৬ জুন শেষ হচ্ছে ১৭তম লোকসভা মেয়াদ। রূপান্তরকামী ভোটারের সংখ্য়া ৪৮ হাজার। দেশের ১২টি রাজ্যে মহিলা ভোচেরে সংখ্য়া বেশি। ভোটে ব্যবহৃত হবে ৫৫ লাখ ইভিএম। প্রতি ভোটার যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।এর আগে শুধুমাত্র একজন ভোটারও যাতে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন তার জন্য বুথ কেন্দ্র স্থাপন করেছে নির্বাচন কমিশন। ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে। বুথে না গিয়েই বাড়ি থেকেই ভোটদান করতে পারবেন তাঁরা। এছাড়াও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দ্বিধাবোধ না করতে তার জন্য বুথে র‍্যাম্প, হুইল চেয়ারেরও ব্যবস্থা থাকবে।

    বয়স্কদের যাতে বুথে পৌঁছতে কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করবে কমিশন। বুথগুলিতে পানীয় জল, টয়লেট, হুইলচেয়ার ও র‍্যাম্পের মতো সুবিধা থাকবে।

    কোনও ভোটার যাতে ভোটধিকার প্রয়োগে বঞ্চিত না থাকেন সেই দিকে খেয়াল রাখবে নির্বাচন কমিশন। যেসব ভোটাররা বুথে পৌঁছতে পারবেন না তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা করবে কমিশন। প্রয়োজনে তাঁদের থেকে ভোট সংগ্রহ করতে নির্বাচন কমিশনের আধিকারিকরা দরকার হলে হেঁটে, নৌকায়, হাতিতে চড়ে, ঘোড়ায় চড়ে, হেলিকপ্টারে চড়ে, বাস, গাড়ি, জীপ-সহ অন্য়ান্য পরিবহণের মাধ্যমে ভোটারদের কাছে ভোট সংগ্রহ করতে পৌঁছবেন।

    ভোটার হেল্পলাইন অ্যাপ (VHPA): এই সিস্টেমের সাহায্যে ভোট দেওয়ার জন্য ব্যক্তিরা নিজেকে নিবন্ধন করতে, নির্বাচনী তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা পরীক্ষা করতে, পোলিং বুথের বিষয়ে জানতে, বুথ স্তরের অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

    cVigil: এই অল-ইন-ওয়ান অ্যাপ্লিকেশনের মাধ্যমে হিংসার বিরুদ্ধে ব্য়বস্থা নিতে পারবেন ভোটাররা। এর মাধ্যমে হিংসার ঘটনা জানানো যাবে। অভিযোগ জানানোর ১০০ মিনিটের মধ্যে ব্য়বস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নাম উল্লেখ না করেও অভিযোগ জানানো ।

    Lok Sabha Election 2024 : ভোটার লিস্টে ‘পাপ্পু কি মা’, ‘সোনু কি লুগাই’!

    সুবিধা পোর্টাল: এই পোর্টালের মাধ্যমে প্রার্থীরা মিটিং ও র‍্যালির জন্য অনুমতি নিতে পারবেন। মনোনয়ন ও হলফনামা দাখিল করতেও ব্যবহার করা যাবে এই পোর্টাল।
  • Link to this news (এই সময়)