• ‌ ক্যান্সার আক্রান্ত ব্রিটিশ রাজবধূ
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ক্যান্সার আক্রান্ত ব্রিটিশ পরিবারের রাজবধূ কেট মিডলটন। শুক্রবার নিজেই এই দুঃসংবাদ জানান প্রিন্সেস অফ ওয়েলস। এক ভিডিও বার্তায় কেট জানিয়েছেন, গত প্রায় এক বছর ধরে লন্ডনের একটি ক্লিনিকে তাঁর পেটে একাধিকবার অস্ত্রোপচার হয়েছে। অবশেষে জানা গেল, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই ঘটনাকে ‘শকিং’ বলেছেন কেট। তাঁর এখন কেমোথেরাপি চলছে। ছেলেমেয়েদের জন্য কেট এখন সর্বাধিক চিন্তিত। রাজপুত্র উইলিয়ামের কাছে তিনি সন্তানদের দেখভালের অনুরোধ জানিয়েছেন বলে ভিডিও বার্তায় বলেছেন কেট। প্রসঙ্গত, কেট ও উইলিয়ামের তিন সন্তান রয়েছে। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে লন্ডনের ক্লিনিকে ভর্তি হন ৪২ বছরের কেট। পরেরদিন তাঁর পেটে অস্ত্রোপচার হয়। তখন তিনি স্থিতিশীল ছিলেন। বাকিংহাম প্যালেসের তরফে বিবৃতি পেশ করে তখন বলা হয়েছিল, কেট চান তাঁর ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখা হোক। ভিডিও বার্তায় কেট বলেছেন, ‘‌গত কয়েকমাস আমার পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তবে আমি একটি সুন্দর মেডিক্যাল টিম পেয়েছি, যারা যত্নের সঙ্গে আমার চিকিৎসা করছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে।’‌ এদিকে, প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেঘান মার্কেল এই খবরে বেশ মুষড়ে পড়েছেন। উইলিয়ামের ছোট ভাই হ্যারি বলেছেন, ‘‌কেট ও তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করি। আশা করি শান্তিতে ও ব্যক্তিগতভাবে তাঁরা তা করতে সক্ষম হবেন।’‌ 
  • Link to this news (আজকাল)