• 'বহরমপুরের ছবি আরও সুন্দর করতে এসেছি': ইউসুফ
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রচারে বহরমপুর পৌঁছেই ময়দানে নেমে পড়লেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের সমস্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন তিনি। শুক্রবার বৈঠকের আগে বহরমপুর-গোরাবাজার এলাকায় একটি মসজিদে নামাজ পড়তে যান ইউসুফ। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতা। সেখান থেকে ফিরে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ টি বিধানসভার বিধায়ক, সমস্ত ব্লক সভাপতি ,শাখা সংগঠন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল প্রার্থী। বৈঠক শেষে ইউসুফ বলেন, "আমি এখানে কারোর সঙ্গে লড়াই করতে আসিনি। আমি বহরমপুরের মানুষের সমস্যার কথা শুনে তা সমাধান করতে এসেছি। আমি দলের একজন নতুন ক্যাপ্টেন। বৈঠকে দলের "সিনিয়র" নেতারা অনেক কিছু বলেছেন, আমি সেগুলো শুনেছি। আমার কিছু মতামতও দিয়েছি।" অন্যদিকে, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ইউসুফ পাঠানকে আমার ছোট ভাই হিসেবে মেনে নিয়েছি। ভাইকে জেতানোর জন্য আমরা নিজের জীবন বাজি রেখে লড়ব। জানা গিয়েছে, নির্বাচনী প্রচারে তৃণমূলের বিভিন্ন প্রকল্পের প্রচার বেশি করে করা হবে। শনিবার মুর্শিদাবাদের ভরতপুর, বড়ঞা এবং কান্দি বিধানসভা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কান্দির-হেলিফক্স ময়দানে একটি কর্মীসভা অনুষ্ঠিত হবে। সেখানে ইউসুফ পাঠানের উপস্থিত থাকার কথা রয়েছে।
  • Link to this news (আজকাল)