উদ্ধার নগদ ৪১ লক্ষ টাকা! শিক্ষা নিয়োগ দুর্নীতিতে স্ক্যানারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
২৪ ঘন্টা | ২৩ মার্চ ২০২৪
প্রসেনজিৎ মালাকার: শিক্ষা নিয়োগ দুর্নীতিতে স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার। পাশাপাশি মন্ত্রীর বাড়িতে বাজেয়াপ্ত মোবাইল। খবর ইডি সূত্রে। গতকাল দিনভর রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়কের বাড়িতে তল্লাশি। মন্ত্রী-সহ পরিবারের সদস্যদের প্রায় ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, এই ৪১ লক্ষ টাকার হিসেব দিতে পারেননি মন্ত্রী।
বোলপুরের নিচুপট্টিতে কেষ্টর বাড়ির ২০টি বাড়ি পরেই থাকেন তিনি। দীর্ঘদিন ধরেই গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে। সূত্রের খবর, ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে ছিলেন না মন্ত্রী। তিনি রয়েছেন মুরারইয়ের বাড়িতে। বর্তমানে নিচুপট্টির বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় একটা রেজিস্টার পাওয়া যায়। সেখানে ১০০ জন ক্যান্ডিডেটের একটি তালিকা পাওয়া যায়। যার সঙ্গে চন্দ্রনাথ সিনহার নামের যোগ পাওয়া যায় বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, কুন্তল এবং চন্দ্রনাথ সিনহার মাঝে একজন মিডিয়েটর বা মিডল ম্যান রয়েছেন। যাঁকে জিজ্ঞাসাবাদ করেও চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। আর ওই ১০০ জন চন্দ্রনাথে সিনহার ক্যান্ডিডেট ছিল।