• টানা প্রায় ৭১ ঘণ্টা তল্লাশি! ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা
    ২৪ ঘন্টা | ২৩ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা প্রায় একাত্তর  ঘণ্টা ধরে চলে আয়কর দফতরের তল্লাশি অভিযান। অবশেষে শনিবার ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা। আয়কর হানায় কিছুই পাওয়া যায়নি, দাবি স্বরূপের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পরিবারের সদস্যদের কাছে মূলত উপার্জনের উত্স নিয়ে জানতে চান আয়কর আধিকারিকরা। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আয়কর হানা।

    স্বরূপের স্ত্রী কাউন্সিলর জুঁই বিশ্বাসের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির এই তত্পরতা। বুধবার ভোর থেকে স্বরূপের নিউ আলিপুরের ফ্ল্যাটে চলছিল তল্লাশি। সূত্রের খবর, আপাতত টানা তল্লাশিতে বেশ কয়েকটি মোবাইল ফোন আয়কর দফতরের অফিসাররা বাজেয়াপ্ত করেছেন বলে খবর মিলেছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যও হাতে এসেছে আয়কর অফিসারদের।এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই টানা তল্লাশি চলছে বলে সূত্রের খবর। আয়কর দফতর সূত্রে খবর, বুধবার সকালে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামের দুই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতেও তল্লাশি চলছে।তবে এই দুই সংস্থার বিরুদ্ধে চলা তদন্তের সঙ্গে স্বরূপের বাড়িতে হানা দেওয়ার কী সম্পর্ক, তা এখনও স্পষ্ট নয়। অরূপের ভাই স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছেন। রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তৃণমূলের বেশ প্রভাবশালী নেতা।
  • Link to this news (২৪ ঘন্টা)