Kate Middleton Cancer : ব্রিটিশ রাজবধূর শরীরের কোন অংশে ক্যানসারের বাসা? মুখ খুললেন কেট মিডলটন
এই সময় | ২৩ মার্চ ২০২৪
ফের উদ্বেগ রাজপরিবারে। ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। দিন কয়েক আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে। এরপর তাঁর পূত্রবধূর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো উদ্বেগে ব্রিটেনের বাসিন্দারা।শুক্রবার একটি ভিডিয়ো বর্তা পোস্ট করা হয়। সেই ভিডিয়ো বার্তায় খোদ কেট মিডিলটনকে নিজের অসুস্থতা নিয়ে বলতে শোনা যায়। ভিডিয়ো পোস্টে তিনি জানিয়েছেন, জানুয়ারি মাসে তাঁর পেটে অপারেশন হয়। খুব ভালোভাবেই হয় অপারেশন। সেই সময় কোনও সমস্যা না থাকলেও পরে কিছু টেস্ট রিপোর্টে ধরা পড়ে ক্যানসার । তড়িঘড়ি ৪২ বছর বয়সী প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডিলটনের চিকিৎসা শুরু হয়। কেট জানিয়েছেন, ক্যান্সেরের বিষয়টি জনর পরই শুরু হয়েছে তাঁর কেমোথেরাপি। উল্লেখ্য, জানুয়ারি মাসে তিনি দু'সপ্তাহর জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
ব্রিটিশ রাজ পরিবারের যুবরানি কেট মিডিলটনকে নিয়ে জল্পনা চলছিল বেশ অনেকদিন ধরেই। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখতে পাওয়া কেট মিডিলটনকে বেশ কিছুদিন ধরেই কোথাও দেখা যাচ্ছিল না। জল্পনা শুরু হয়েছিল তখন থেকেই। তাহলে কি স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে কোনও ঝামেলা হল? নাকি রাজপরিবারের সঙ্গে সম্পর্কে কোনও ছেদ পড়তে চলেছে কেটের? কথা উঠছিল এইসব বিষয়েও। অবশেষে সব জল্পনা উড়িয়ে দিয়ে শুক্রবার নিজেই ভিডিয়ো প্রকাশ করেন কেট মিডিলটন। জানালেন তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। তিনি এটাও জানান যে বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি তাঁরা।
প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট উইলিয়াম জানিয়েছেন, প্রথমবার ক্যানসারের কথা জানতে পেরে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা পরিবার। কেট মিডলটনের স্বাস্থ্যের খবর পেয়ে উদ্বেগে পড়েছিলেন সকলে। শুধুমাত্র কেটই নন, ক্যানসারে আক্রান্ত কিং চার্লসও তাঁর চিকিৎসা শুরু হয়েছে আগেই। এর পরই কেট মিডিলটনের ক্যানসারের খবরে উদ্বিগন গোটা রাজ পরিবার।
ভিডিয়োয় কেট জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মতোই চিকিৎসা চলছে তাঁর। তাঁর চিকিৎসার জন্য গোটা চিকিৎসক টিমের প্রশংসা করেছেন কেট।
ভিডিয়ো বার্তায় বেশ ক্লান্ত এবং দুর্বল দেখাচ্ছে কেট মিডলটনকে। অসুস্থতার জন্যই তিনি রাজ পরিবারের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। ভিডিয়োয় কেট জনিয়েছেন, তাঁর অসুস্থতার বিষয়ে তাঁর তিন সন্তানকে জানানো হয়েছে। যেভাবে বোঝালে তাঁরা বুঝতে পারবেন ঠিক সেভাবেই তাঁদের বোঝানো হয়েছে। তিনি যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন সেকথাও তাঁর সন্তানদের তিনি বলেছেন।