কেজরিওয়াল মামলায় এবার বিস্ফোরক দাবি 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখরের। দিল্লির মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দেওয়ার দাবি করলেন জেলবন্দি এই ব্যবসায়ী। সুকেশ রাজসাক্ষী হতেও আগ্রহী বলে জানিয়েছেন ED-র কাছে। তাঁর কাছে অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ রয়েছে বলেও জানিয়েছেন সুকেশ।বিস্ফোরক সুকেশসুকেশ চন্দ্রশেখর একটি নতুন চিঠি প্রকাশ করেন। তাঁর দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য রয়েছে। যে কোনও মুহূর্তে তিনি কেজরিওয়ালের মুখোশ টেনে খুলে ফেলতে পারেন। উল্লেখ্য, BRS নেত্রী কে কবিতার গ্রেফতারির পর সুকেশ চন্দ্রশেখর এই দিল্লি আবগারি মামলা নিয়ে রাজসাক্ষী হতেও আগ্রহ প্রকাশ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে একপ্রকার হুঁশিয়ারিই দিয়েছেন তিনি।
চিঠিতে সুকেশ চন্দ্রশেখর লেখেন, 'আবগারি দুর্নীতি মামলায় এবার প্যান্ডোরার বাক্স খুলে যাবে। কবিতা আক্কার গ্রেফতারির পর এবার দুর্নীতির পর্দাফাঁস হতে শুরু করবে। দুর্নীতির রাজা, আমার প্রিয় অরবিন্দ কেজরিওয়ালের সামনে এখন বড় বিপদ। তাঁর মুখোশ সকলের সামনে খুলে যাবে।'
ED-র সুরে সুর মিলিয়েই সুকেশ চন্দ্রশেখর বলেন, 'অরবিন্দ কেজরিওয়ালই দুর্নীতির কিংপিন। তবে পিকচার অভি বাকি হ্যায়। আমার প্রিয় কেজরিওয়ালজি, আপনি যত চেষ্টাই করুন না কেন, সময় ঘনিয়ে এসেছে। ক্লাইম্যাক্সের অপেক্ষায় আছি। আপনার সমস্ত মিথ্যা, নাটকের এবার অবসান হতে চলেছে। আপনার ভাই-বোনেদের সঙ্গে আপনিও তিহার ক্লাবের সদস্য।'
কেজরিওয়ালের চিঠিদেশবাসীর উদ্দেশে জেল থেকে একটি খোলা চিঠি লেখেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বার্তা পড়ে শোনান স্ত্রী সুনীতা কেজরিওয়াল। আমি অনেক স্ট্রাগল করেছি। এই গ্রেফতারিতে আমি বিন্দুমাত্র বিচলিত নই। আমি জেলের ভিতরে থাকি বা বাইরে, দেশের মানুষের সেবা সর্বদাই করে যাব। দেশের মধ্যে এবং বাইরের এমন অনেক শক্তি রয়েছে যারা ভারতকে দুর্বল করে দিতে চাইছে। আমাদের সতর্ক থাকতে হবে। এই ধরণের অশুভ শক্তিগুলিকে চিহ্নিত করে তাদের হারাতে হবে।'
জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল?দিল্লির মন্ত্রী অতিশি বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি ইস্তফা দেবেন না। প্রয়োজন পড়লে জেল থেকেই তিনি সরকার চালাবেন।' তবে জেল থেকে কি আদৌ কোনও মুখ্যমন্ত্রী সরকার চালাতে পারেন? আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রীর জেল থেকে প্রশাসনিক কাজকর্ম চালাতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।