• Fertility Rate: শারীরিক সমস্যা না দম্পতিরা সংযমী? ভারতের গর্ভধারণ ক্ষমতার হার হ্রাসে প্রশ্ন
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • ভারতে গর্ভ ধারণ ক্ষমতার হারে পতন। দেশে গর্ভ ধারণ ক্ষমতার হার নেমে এসেছে দুইয়েরও নীচে। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায়। ১৯৫০ সালে ভারতে গর্ভ ধারণ ক্ষমতার হার ছিল ৬.২। ২০২১ সালে তা ২-এর থেকেও কমে গিয়েছে। গবেষণায় পূর্বাভাস, ২০৫০ সালে দেশে গর্ভ ধারণের হার ১.২৯ হয়ে যেতে পারে। ২১০০ সাল পর্যন্ত তা নেমে যেতে পারে ১.০৪-এ। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই নিম্নমুখী গর্ভ ধারণ ক্ষমতার হার। গোটা বিশ্বের নিরিখে মোট গর্ভ ধারণ ক্ষমতার হার যেখানে ১৯৫০ সালে ছিল ৪.৫ সেখানে ২০২১ সালে তা কমে গিয়ে হয়েছে ২.২। গবেষণায় পূর্বাভাস ২০৫০ সালে বিশ্বে গর্ভ ধারণ ক্ষমতা নেমে আসতে পারে ১.৮-এ। ২১০০ সালে তা আরও কমে হয়ে যেতে পারে, ১.৬।পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়ার প্রধান পুনম মুতরেজার মতে, সাম্প্রতিক পরিসংখ্যানে গভীর প্রভাব রয়েছে ভারতের ক্ষেত্রে। তাঁর মতে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বার্ধক্যের জনসংখ্যা, শ্রম-শক্তির ঘাটতি এবং সেই সঙ্গে সম্ভব্য সামাজিক ভারসাম্যের মতো সমস্যার মতো চ্যালেঞ্জগুলিও। পাশাপাশি নিম্ন আয়ের দেশগুলিতে চলতি শতাব্দীতে গর্ভধারণ ক্ষমতার হার তুলনামূলক বেশির দিকেই থাকবে বলে মনে করা হচ্ছে। গোটা বিশ্বের জনস্বাস্থ্য়ের নিরিখে এই গবেষণার তথ্য যে যথেষ্ট উদ্বেগজনক তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

    ল্য়ানসেটে প্রকাশিত ওই গবেষণায় এও উল্লেখ, ২০২১ সালে গোটা বিশ্বে ১২.৯ কোটি শিশুর জন্ম হয়েছিল। ২০০৯ সালে যা ছিল ৯.৩ কোটি। ২০১৬ সালের থেকে কম ২০২১ সালের পরিসংখ্যান। ২০১৬ সালে গোটা বিশ্বের জন্ম নিয়েছিল ১৪.২ কোটি শিশু। ভারতে জন্ম হয়েছিল ১.৬ কোটি শিশু। ২০২১ সালে তা বেড়ে হয় ২.২ কোটি। ২০৫০ সালে তা কমে ১.৩ কোটিতে নেমে যেতে পারে পারে পূর্বাভাস।

    উল্লেখ্য, মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কমতে থাকে প্রজনন ক্ষমতা। তাই সুস্থ জীবন যাপন করা অত্যন্ত জরুরি, যেখানে মদ্যপান বা ধূমপান করা উচিত নয়, ব্যায়াম করা উচিত, সঠিক পরিমাণে সমস্ত খাবার খাওয়া উচিত, ইত্যাদি। ৩৫ বছরের পর থেকে মহিলাদের প্রজনন ক্ষমতা কমতে থাকে। সেটা চেষ্টা করে কয়েক বছর বাড়ানো যায় কিন্তু সব সময় সফল হওয়া যায় এমনটা নয়। তবে ভারতের গর্ভধারণ ক্ষমতার হার কমে যাওয়ায় উঠছে প্রশ্ন। দম্পতিরা কি আগের থেকে বেশি শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন না কি সন্তান জন্মের আগে অতি সংযমী হয়ে উঠছেন, উঠছে প্রশ্ন।
  • Link to this news (এই সময়)