• Arvind Kejriwal Message : 'কোনও জেল আটকে রাখতে পারবে না', দেশবাসীকে বার্তা কেজরিওয়ালের
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • গ্রেফতারির পর জেল থেকে প্রথম বার্তা অরবিন্দ কেজরিওয়ালের। স্ত্রী সুনীতা পড়ে শোনালেন দিল্লির মুখ্যমন্ত্রীর চিঠি। দিল্লির সমস্ত বাসিন্দা এবং আম আদমি পার্টির কর্মকর্তাদের উদ্দেশে এসেছে সেই বার্তা।স্বামীকে উদ্ধৃত করে সুনীতা কেজরিওয়াল বলেন, 'কোনও জেল আমায় আটকে রাখতে পারবে না। আমি নিশ্চয়ই বেরিয়ে আসব। আমার করা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব।' শুধু তাই নয়, তাঁর গ্রেফতারির জন্য যেন APP সদস্যরা BJP-র কাউকে যেন ঘৃণা না করেন। এমন বার্তাও এসেছে অরবিন্দ কেজরিওয়ালের তরফে। তিনি বলেছেন, 'BJP-র কর্মীরাও আমাদের ভাই।'

    জেল থেকে দেওয়া প্রথম বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অনেক স্ট্রাগল করেছি। এই গ্রেফতারিতে আমি বিন্দুমাত্র বিচলিত নই।' স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলেন, 'উনি সমাজ এবং দেশার সেবা করে যাবেন আজীবন।'

    'বিজেপিকে ঘৃণা করবেন না'অরবিন্দ কেজরিওয়াল

    জেল থেকে দেওয়া খোলা চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, 'আমার প্রিয় দেশবাসী, আমি গ্রেফতার হয়েছি। আমি জেলের ভিতরে থাকি বা বাইরে, দেশের মানুষের সেবা সর্বদাই করে যাব। আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি। সেটা আগামীদিনেও চলবে। আমার গোটা জীবনটা দেশের জন্য সঁপে দিয়েছি। ফলে এই গ্রেফতারিতে আমি বিচলিত নই। স্তম্ভিতও নই।'

    সুনীতা কেজরিওয়াল বলেন, 'দেশের মধ্যে এবং বাইরের এমন অনেক শক্তি রয়েছে যারা ভারতকে দুর্বল করে দিতে চাইছে। আমাদের সতর্ক থাকতে হবে। এই ধরণের অশুভ শক্তিগুলিকে চিহ্নিত করে তাদের হারাতে হবে। দিল্লির মহিলারা দেখেছন, কেজরিওয়ালকে জেলবন্দি করা হয়েছে। তাঁরা হয়তো আশঙ্কা করছেন ১ হাজার টাকা করে ভাতা বন্ধ হয়ে যাবে না তো? আমি আপনাদের কাছে আর্জি জানাচ্ছি, ভাইয়ের উপর ভরসা রাখুন। ছেলের উপর ভরসা রাখুন। দুনিয়ায় এমন কোনও জেল নেই যা কেজরিওয়ালকে বন্দি করে রাখতে পারে। তিনি শীঘ্রই বেরিয়ে আসবেব, নিজের প্রতিশ্রুতি রাখবেন।'

    আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় তাঁকে ১০ দিনের ED হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য রক্ষাকবচ চেয়েছিলেন কেজরিওয়াল। তবে সেই আর্জি খারিজ হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে তল্লাশি চালাতে পৌঁছয় ED। ঘণ্টা দুয়েকের জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর ফুঁসে উঠেছে আপ সহ বিরোধী দলগুলি। এর জবাব ইন্ডিয়া জোট দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল গান্ধী। দিল্লির মন্ত্রী অতিশি জানিয়েছেন, জেল থেকেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দেবেন না।
  • Link to this news (এই সময়)