Swara Bhasker Congress Candidate : স্বামীর দল নয়, লোকসভা ভোটে অন্য পার্টির টিকিটে প্রার্থী স্বরা ভাস্কর?
এই সময় | ২৩ মার্চ ২০২৪
কংগ্রেসের টিকিটে মুম্বইয়ের একটি লোকসভা আসনে ভোটে লড়তে পারেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি মহারাষ্ট্রের সাতটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাত শিবির। তবে এখনও ঝুলে রয়েছে মুম্বই উত্তর মধ্য আসনে প্রত্যাশীদের নাম বাছাই পর্ব। প্রসঙ্গত, এই বলি অভিনেত্রীর সঙ্গে বিবাহ হয়েছে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের।এই আসনটিতে অভিনেতা রাজ বব্বরের পর এবার অভিনেত্রী স্বরা ভাস্করের নাম নিয়ে চর্চা চলছে। কংগ্রেস ঘনিষ্ট হিসেবেই পরিচিত তিনি। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং ন্যায় যাত্রাতে সামিল হতে দেখা গিয়েছে এই বলি অভিনেত্রীকে।
কেন স্বরাকেই প্রার্থী করতে পারে কংগ্রেস?স্বরা ভাস্করকে টিকিট দেওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে কংগ্রেসের। জানা যাচ্ছে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইছেন রাজ বব্বর গুরুগ্রামের একটি আসন থেকে লোকসভায় দাঁড়াক। ফলে মুম্বই না গুরুগ্রাম, রাজ বব্বরকে দল কোথায় দাঁড় করায়, সেটা নিয়ে নানা আলোচনা চলছে। গুরুগ্রাম থেকে তিনি প্রার্থী হতে না চাইলে বিকল্প হিসেবে উঠে আসছে ভূপেন্দ্র সিং হুড্ডার বাজি রাও দান সিং। রাও বনাম রাওয়ের লড়াই দেখা যেতে পারে গুরুগ্রামে। সেখানকার বর্তমান সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং।
শোনা গিয়েছে, সাত আসনে প্রার্থী ঘোষণার পর স্বরা ভাস্কর দিল্লিতে গিয়ে মহারাষ্ট্রের কংগ্রেস অধ্যক্ষ রমেশ চেন্নিথলার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে, মুম্বই উত্তর মধ্য আসনে কি তবে এই বলি অভিনেত্রীই কংগ্রেসের বাজি?
বরাবরই প্রকাশ্যে নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য চর্চিত হয়েছেন স্বরা ভাস্কর। ফলে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে তিনি রাজনীতির ময়দানে ডেবিউ করলে, আশ্চর্য হওয়ার কিছু নেই। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মুম্বইয়ের রাজনৈতিক সমীকরণএকটা দীর্ঘ সময় ধরে মুম্বইয়ের উত্তর মধ্য আসনটিতে কব্জা ছিল কংগ্রেসের। পার্টি চাইছে, ২০২৪ সালে এই আসনে কামব্যাক করতে। ২০১৪ এবং ২০১৯ লোকসভায় এই আসন থেকে জয়ী হন পুনম মহাজন। এই দু'বারই কংগ্রেস প্রার্থী প্রিয়া দত্ত পরাজিত হন। যদিও ২০০৯ সালে তিনি এই আসনেরই সাংসদ ছিলেন। সেবার তিনি BJP প্রার্থী মহেশ জেঠমালানিকে হারিয়েছিলেন।
এদিকে, মুম্বইয়ের দু'টি আসনে ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে BJP। মুম্বইয়ের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং মুম্বই উত্তর পূর্বে মিহির কোটেচাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তৃতীয়বারও পুনম মহাজনকে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই এখন দেখার। যদিও মুম্বই উত্তর মধ্য আসনটিতে BJP-ও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ফলে সাসপেন্স বজায় রেখেছে দুই দলই।