Lok Sabha Election 2024: বিহারী রাজনীতিতে বড় চমক! লোকসভার লড়াইয়ে লালুর দুই কন্যা?
এই সময় | ২৩ মার্চ ২০২৪
বিহারে আসনরফা চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। কিন্তু এখনও বিরোধী জোটের আসনবণ্টন চূড়ান্ত নয়। লোকসভা নির্বাচন ঘোষণার পর বিহারে আসন ভাগাভাগি নিয়ে মহাজোটের শরিকি দলগুলির মধ্য়ে টানাপোড়েন অব্যাহত। সূত্রের খবর, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের দুই মেয়েই এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ভোটে লড়তে পারেন লালুর দুই কন্যা মিসা ভারতী ও রোহিনী আচার্য্য।রাজনীতিতে নতুন নন মিসা ভারতী। আরজেডি থেকে তিনি রাজ্যসভার সাংসদ। বিহারের রাজধানী পাটনার পাটলিপুত্র আসন থেকে তাঁকে প্রার্থী করতে পারেন লালু। এখনও পর্যন্ত এই আসন থেকে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করতে করেছেন মিসা। তবে দুইবারই পরাজয়ের মুখোমুখি হন। অন্যদিকে লালু আর এক মেয়ে সিঙ্গাপুরে বসবাসরাত রোহিনী আচার্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সরণ লোকসভা আসন থেকে। যদিও দূরে থেকেও বিহারে রাজনীতি নিয়ে সক্রিয় তিনি। রাজ্যের বিভিন্ন বিষয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে থাকেন রোহিনী। কিছুদিন আগে নীতীশ কুমারের জোট বদল নিয়েও সরব হয়েছিলেনন। তবে কি সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া বাবার চটিতেই পা গলাতে চলেছেন রোহিনী আচার্য? প্রশ্ন উঠছে।
বিহারে এখনও পর্যন্ত কংগ্রেস ও আরজেডির মধ্যে আসন বণ্টনের সমঝোতা বিশ বাঁও জলে। কবে আসন রফা হবে তাও এখনও স্পষ্ট নয়। 'সেফ' থাকতে ইতিমধ্য়েই লালু একাধিক আসনে নিজপ্রতীকে প্রার্থী ঘোষণা করেছেন। সূত্রের খবর, শুক্রবার আরও ছয় জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন লালু।
লালু যাদব ৬ জন প্রার্থী ঘোষণা করেছেন
সূত্রের খবর, পাটলিপুত্র থেকে মিসা ভারতী, বক্সারের সুধাকর সিং, বাঙ্কার জয়প্রকাশ নারায়ণ যাদব, জেহানাবাদ থেকে সুরেন্দ্র প্রসাদ যাদব, উজিয়ারপুর থেকে অলোক মেহতা, মুঙ্গের থেকে অশোক মাহাতোর স্ত্রী অনিতা দেবীর নাম চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার প্রথম দফায় দলীয় প্রতীকে চার প্রার্থীর নাম ঘোষণা করেছেন লালু। উল্লেখ্য, বিহারে কংগ্রেস ১০টি আসনে প্রার্থী দিতে চাইলেও আরজেডি কংগ্রেসকে সাতটি আসন দিতে চায়। উল্লেখ্য, বাবা লালুপ্রসাদ যাদবকে কিডনি দান করে খবরে এসেছিলেন কন্যা রোহিনী। , ২০২২ সালের ডিসেম্বর মাসে বাবাকে কিডনি দান করেছিলেন মেজো মেয়ে রোহিনী।
এদিকে লালুকে তাঁর মেয়ে রোহিনীর কিডনি দানের প্রসঙ্গ টেনে এবার লালু এবং আরজেডিকে আক্রমণ শানালেন বিহার বিজেপির সভাপতি তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বিজেপি নেতার দাবি, রোহিনীকে তাঁর কিডনির বিনিময়ে লোকসভা ভোটে লড়াই করার টিকিট দিয়েছেন লালু। এদিকে সম্রাটের এহেন মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিহারের প্রধান বিরোধী দল আরজেডি।