• চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন একাধিক বগি, আজিমগঞ্জ-ফরাক্কা শাখায় প্রভাব
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বেশ কয়েকটি বগি। শনিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর এবং নিমতিতা স্টেশনের মধ্যবর্তী নতুন জালাদিপুর এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। তারপরেই মালগাড়িটি পিছিয়ে আনা হয়। ফের বগিগুলি জোড়া হয় মালগাড়ির সঙ্গে। ঘটনায় বড়সড় বিপদ ঘটে যেতে পারত বলেই দাবি স্থানীয়দের। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। এদিকে এই ঘটনায় আজিমগঞ্জ - ফরাক্কা শাখায় বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয় ট্রেন চলাচল।জানা গিয়েছে, এদিন দুপুরে মালগাড়িটি ৩৪টি বগি নিয়ে ফরাক্কা থেকে আসছিল। জলাদিপুর এলাকায় হঠাৎ মালগাড়ির পিছনের বেশ কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। জানার সঙ্গে সঙ্গেই গার্ড চালককে গাড়ি থামানোর নির্দেশ দেন। কিছুদুর গিয়ে চালক মালগাড়ির আপতকালীন ব্রেক কষে সেটিকে থামায়। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। চালককে গাড়িটি পিছিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। ঘটনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই দাবি স্থানীয়দের।

    এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অনেকেই ঘটনার ছবি তুলতে শুরু করেন। সেই ভিডিয়োগুলিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার জেরে আজিমগঞ্জ - ফরাক্কা শাখায় বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বিঘ্নিত হয় বলে জানা গিয়েছে।

    এর আগেও মুর্শিদাবাদের ফরাক্কায় ঘটেছে এমনই এক ঘটনা। গত সেপ্টেম্বরে ফরাক্কা ব্যারেজের উপরে রেললাইনে উঠতেই ঘটে যায় বিপত্তি। তড়িঘড়ি রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে খুলে যাওয়া বগিগুলি মালগাড়ির সঙ্গে যুক্ত করেন। ঘটনার দিন সকাল পৌনে সাতটা নাগাদ আচমকাই মালগাড়ির বগি খুলে যায়। পিছনের দিকের তিনটি বগি মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মূলত কাপলিং খুলে যাওয়ার ফলেই ওই বিপত্তি ঘটে বলে সেই সময় জানা গিয়েছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। তাঁরা গোটা বিষয়টি পরীক্ষা করে দেখার পর বিচ্ছিন্ন বগিগুলিকে মালগড়ির প্রধান অংশের সঙ্গে যুক্ত করেন।

    বছর খানেক আগে, শিয়ালদহ থেকে উত্তর-পূর্ব ভারতগামী একটি মালগাড়িরও এমন ঘটনা ঘটে। কর্ড লাইনে জামালপুরের জৌগ্রাম স্টেশনের আগে বগি ছেড়ে এগিয়ে যায় ইঞ্জিন। প্রায় আট কিলোমিটার দূরে নবগ্রাম স্টেশনের বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিনটি দাঁড় করান চালক।
  • Link to this news (এই সময়)