• আমেরিকার কথায় সায় নেই চীন–রাশিয়ার, ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ‌মার্কিন প্রস্তাবে ভেটো প্রয়োগ চীন–রাশিয়ার। ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। প্র‌্যাগে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার উত্থাপিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে গেল। শুক্রবার প্রস্তাবটি তোলা হয়। আমেরিকার আনা প্রস্তাবে প্রায় ছয় সপ্তাহ স্থায়ী ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, এটি সাধারণ নাগরিকদের রক্ষা করবে এবং মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেবে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১১টি। আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন ও আলজেরিয়া। ভোটদানে বিরত ছিল গায়ানা। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, মার্কিন যুদ্ধবিরতির এই প্রস্তাবে অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে। ভিত্তিহীন কোনও প্রস্তাবে রাশিয়া সাড়া দেবে না বলে জানিয়েছেন ভ্যাসিলি নেবেনজিয়া। 
  • Link to this news (আজকাল)