• ‌মস্কোর কনসার্ট হলে গুলিবৃষ্টি, মৃত অন্তত ১১৫, হামলার দায় স্বীকার আইসিসের ...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মস্কোর কনসার্ট হলে গুলিবৃষ্টি। অন্তত ১১৫ জন মারা গেছেন বলে খবর। আহত আরও অন্তত ১৪৫ জন। শুক্রবার মস্কোর ক্রকাস সিটি হলে এই ঘটনা ঘটেছে। হলের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। রাশিয়ার বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করে এটিকে ‘‌জঙ্গিহানা’‌ বলেছে। এরপরই আইসিস জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে। আপাতত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। হামলার ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা। হামলাকারীরা সংখ্যায় অন্তত পাঁচ জন ছিলেন বলে জানা গেছে। তাঁরা কমব্যাট ফোর্সের পোশাক পরে কনসার্ট হলে ঢুকেছিলেন। হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় বন্দুক ছিল। একটি ভিডিওয় দেখা গেছে, হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন ও হলের মধ্যেই বোমা ছুড়ছেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এই হামলা চলে। হামলা থেকে বাঁচতে অনেকেই মাটিতে শুয়ে পড়েছিলেন। গুলি চালানো বন্ধ হলে লোকজন সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। হামলার হাত থেকে বাঁচতে হলের বেসমেন্টে প্রায় ১০০ জন আশ্রয় নিয়েছিলেন। হলের ছাদেও আশ্রয় নিয়েছিলেন অনেকে। সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় যে গানের ব্যান্ডটির অনুষ্ঠান চলছিল তার সকল সদস্যকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাশিয়া তো বটেই, এই হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকাও। জানা গেছে, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’–এর একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। হলটিতে প্রায় ছ’হাজার মানুষের বসার বন্দোবস্ত রয়েছে। কনসার্ট চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। হলের ছাদ খসে পড়ে। এরপরই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। বিস্ফোরণের পরপরই কনসার্ট হলে উপস্থিত দর্শকদের অনেকেই বাইরে বেরিয়ে যান। অনেকে ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় ৭০টি অ্যাম্বুল্যান্স এনে উদ্ধারকাজ শুরু হয়। এই হামলার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘‌মস্কোতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই শোকের সময়ে রাশিয়ার সরকার এবং জনগণের পাশে রয়েছে ভারত।’‌ 
  • Link to this news (আজকাল)