• আজ কলকাতায় শুরু ক্রিকেট উৎসব, নাইটদের আইপিএল বোধনে বাড়তি ভরসা গম্ভীরের মস্তিষ্ক...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শহর কলকাতায় শুরু ক্রিকেট উৎসব। যা ভোট যুদ্ধকেও ছাপিয়ে যেতে পারে। যদিও কলকাতা নাইট রাইডার্সের উদ্বোধনী ম্যাচের আগেরদিন তেমন তেতে ছিল না ইডেন চত্বর। মহমেডান ক্লাবের বাইরে টিকিটের লাইন বিশাল হলেও, ক্রিকেটের নন্দনকাননের বাইরের চিত্র ছিল শান্ত। কয়েকজন উৎসুক জনতা উঁকিঝুঁকি মারলেও চোখে পড়ার মতো ভিড় ছিল না। তবে আজ হয়তো সেই ছবি পাল্টাবে। সপ্তাহান্তে ম্যাচ। কাল রবিবার। ভরে যাবে ৬৬ হাজারের ইডেন। অনেকগুলো ফ্যাক্টর রয়েছে কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে। তারমধ্যে প্রথম, গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন। দ্বিতীয়, প্রথম থেকেই শ্রেয়স আইয়ারের নেতৃত্বে শুরু করা। তৃতীয়, প্যাট কামিন্স বনাম মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে দামি ক্রিকেটারের দ্বৈরথ। এই তিন ফ্যাক্টরই শনিবারের ম্যাচের ইউএসপি। এবছর নাইটদের ব্যাটিং এবং বোলিংয়ের গভীরতা বেড়েছে। নীতিশ রানা গতবছর ধারাবাহিকতা দেখান। দারুণ ছন্দে রিঙ্কু সিং। আইপিএলে পারফর্ম করতে পারলে বিশ্বকাপের দলে জায়গা পাকা হয়ে যাবে কেকেআরের ম্যাচ উইনারের। শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন কেকেআরের ব্যাটিংয়ে বাড়তি ভরসা। তারওপর রয়েছেন রাসেল। ওপেনিংয়ে সল্ট না গুরবাজ সেটা চূড়ান্ত হবে শেষ টিম মিটিংয়ে। প্রাক ম্যাচ প্রস্তুতিতে একটা "ফিল গুড" পরিবেশ দেখা যায়। গম্ভীর কি পারবেন লড়াকু মানসিকতা ঢুকিয়ে দিতে শিবিরের মধ্যে? মনোবল ইতোমধ্যেই দ্বিগুণ বেড়ে গিয়েছে। রিঙ্কুদের শরীরীভাষাতেই সেটা ফুটে উঠছে। বিপক্ষে প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, উমরান মালিকের মতো তাবড় তাবড় বোলাররা থাকা সত্ত্বেও জয় দিয়ে শুরু করার বিষয়ে আত্মবিশ্বাসী নাইটরা। তার অন্যতম কারণ জিজি। গম্ভীরের মস্তিষ্ক পার্থক্য গড়ে দিতে পারে। 
  • Link to this news (আজকাল)