• কে কবিতার ইডি হেফাজতের মেয়াদ বাড়ল
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  মিলল না স্বস্তি। আবগারি মামলায় ইডি হেফাজত বাড়ল বিআরএস নেত্রী কে কবিতার। আগামী ২৬ মার্চ পর্যন্ত তিনি থাকবেন ইডি হেফাজতেই। ইডি জানায়, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা আবগারি দুর্নীতির সঙ্গে যুক্ত। মোট ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি। এই ঘটনার তদন্তের স্বার্থে কে কবিতাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ইডি। প্রসঙ্গত, ছেচল্লিশ বর্ষীয় কে কবিতাকে ১৫ মার্চ ইডি তাঁর হায়দরাবাদের বাড়ি বানজারা হিলস থেকে গ্রেপ্তার করে। 
  • Link to this news (আজকাল)