• ‌সামান্য গোলমালের চরম পরিণতি,‌ এক ব্যক্তির মৃত্যুতে উত্তপ্ত চুঁচুড়া...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ সাধারণ বচসা হাতাহাতির চেহারা নিয়েছিল। তার জেরেই এক জন বাঁশ দিয়ে আঘাত করে অপরের মাথায়। ঘটনার পাঁচ দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয় চিকিৎসাধীন আহতের। ফেরার হয়ে যায় অভিযুক্ত। মৃত্যুর খবর ঘিরে চরম উত্তেজনা ছড়ায় চুঁচুড়া মোগলটুলি এলাকায়। হাসপাতালের সামনে শুরু হয় অবরোধ বিক্ষোভ। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ বাহিনী। ছিল কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ১৮ মার্চ বিকেলে মোগলটুলির রাস্তা ধরে সাইকেল নিয়ে যাওয়ার সময় পড়ে যান অমল খান (৪৪)। পড়ে গিয়েই অকথ্য গালাগালি শুরু করেন। মদ্যপ অবস্থায় গালাগালি দেওয়া নিয়ে মাজিদ আনসারির সঙ্গে বচসা থেকে মারামারি হয়। জানা গেছে অমল ও মাজিদ পরস্পরের আত্মীয়। খেটো বাঁশ দিয়ে অমলের মাথায় আঘাত করেন মাজিদ। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তার ধারে পড়ে থাকার পর আহত অমলকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এলাকার বেশ কিছু বাসিন্দা। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইমামবাড়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছিল। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে মৃতের পরিবারের দাবি, মৃত্যু হয়েছে অনেক আগেই, খবর চেপে রাখা হয়েছিল। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে ইমামবাড়া হাসপাতালের সামনে অবরোধ করে বিক্ষোভ শুরু করে মৃতের পরিজন ও মোগলটুলির বাসিন্দারা। খবর পেয়ে চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় পর থেকেই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। শুক্রবার রাতেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে জানিয়েছে পুলিশ। ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)