• ‘‌প্রার্থী হিসেবে অধীরকে সম্মান করি, কিন্তু এবার বদল চাই’‌,‌ প্রচারে বেরিয়ে বললেন ইউসুফ পাঠান ...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এই জেলার প্রার্থী হয়েছি’‌। শনিবার মুর্শিদাবাদের কান্দি হ্যালিফক্স ময়দানে বুথভিত্তিক কর্মী সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারকে দেখার জন্য শনিবার কান্দির হ্যালিফক্স ময়দানে ভিড় জমিয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। এদিনের কর্মীসভায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘‌২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কান্দি, ভরতপুর এবং বড়ঞা বিধানসভা এলাকায় কংগ্রেস দল তৃণমূলের থেকে প্রায় ৮৯ হাজার ভোটে পিছিয়ে রয়েছে। লোকসভা নির্বাচনের ফল বেরলে দেখা যাবে কংগ্রেস প্রার্থী ২ লক্ষ ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থীর কাছে।’‌ ইউসুফ পাঠান বলেন, ‘‌কংগ্রেস প্রার্থী হিসেবে অধীর চৌধুরীকে সম্মান করি। তবে এই কেন্দ্রে এবার বদল চাই। অধীর চৌধুরী কংগ্রেস সাংসদ থাকাকালীন যে উন্নয়ন এই এলাকার হওয়ার কথা ছিল তা হয়নি।’‌ তিনি আরও বলেন, ‘‌বহরমপুরের সাংসদ নির্বাচিত হলে এই এলাকায় খেলাধুলোর মান উন্নয়নের জন্য একটি স্পোর্টস অ্যাকাডেমি করব। যেখানে ক্রিকেট, ফুটবল, সাঁতার প্রভৃতি খেলার প্রশিক্ষণ দেওয়া হবে।’‌ ইউসুফ আরও বলেন, ‘‌মুশিদাবাদের সিল্ক, বিড়ি প্রভৃতি শিল্পের জন্য অনেক ভাবনা রয়েছে।’‌ তাঁর কথায়, লোকসভা নির্বাচনের লড়াইয়ে মমতা ব্যানার্জি তাঁর প্রধান কোচ এবং অভিষেক ব্যানার্জি তাঁর মেন্টর। 
  • Link to this news (আজকাল)