• ‌‌১৪ ঘণ্টা তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়ি থেকে বেরল ইডি ...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রায় ১৪ ঘণ্টা তল্লাশির পর রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে বেরল ইডি। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বোলপুরে চন্দ্রনাথ সিংহের বাড়িতে যান ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর। মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। একাধিক নথিপত্র পরীক্ষা করে কিছু কিছু বাজেয়াপ্তও করা হয়েছে বলে খবর। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহর নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। ইডি সূত্র অনুযায়ী, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকেই বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহর নাম জানতে পারেন তদন্তকারীরা। তারপরেই ইডির এই তল্লাশি অভিযান। সূত্রের খবর, চন্দ্রনাথ সিংহকে দ্রুত তলব করতে পারে ইডি। এদিকে, ইডি সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ সিংহর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মন্ত্রীর একটি ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। এছাড়া বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)