• এই ফাগুনে জলরং নয়, মন মজেছে আবীরে
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • প্রীতি সাহা: ভরা বসন্তে দোল উপলক্ষে আবীরের রঙে ছেয়ে গেছে বড়বাজার চত্বর। রং কেনাবেচার জন্য সকাল থেকেই বাজারে চোখে পড়ার মতো ভিড়। মূলত বিভিন্ন এলাকার ছোট ব্যবসায়ীরা পাইকারি দামে রং কিনতে আসছেন। তাই খুচরো লেনদেন তেমন একটা হচ্ছে না। সোমবার দোল। তারপরের দিন হোলি। হাতে মাত্র আর দু’দিন। তার আগে বাঙালি খেকে অবাঙালির রঙের উৎসবের জন্য প্রস্তুতি যে তুঙ্গে, তা বোঝা গেল বড়বাজার চত্বরে ভিড় দেখে। বড় ব্যবসায়ীদের বক্তব্য, এখন মূলত আবীরের চাহিদা রয়েছে। ৮০ শতাংশ মানুষ নানা রং-এর আবীর কিনতেই বড়বাজারে আসছেন। অন্যদিকে মাত্র ২০ শতাংশ জল রং কিনছেন। শুধু রং-এর মেলা নয়, দোল খেলার জন্য যে সমস্ত সামগ্রী লাগে তাও সব বিক্রি হচ্ছে এই মার্কেটে। বিভিন্ন রং-এর পর চুল, বাঘ-সিংহের মুখোশ কিংবা বাচ্চাদের জন্য ছোট-বড় পিচকিড়ি সবই পাওয়া যাচ্ছে বড়বাজারে। মুখোশের দাম শুরু হচ্ছে ১৫ টাকা থেকে এবং আবীর ১০ টাকা প্রতি প্যাকেট।
  • Link to this news (আজকাল)