• ‌‌৭০ ঘণ্টা তল্লাশি, স্বরুপ বিশ্বাসের বাড়ি থেকে বেরলেন আয়কর বিভাগের কর্তারা...
    আজকাল | ২৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে অবশেষে শেষ হল আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। প্রায় ৭০ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এর আগে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলায় টানা ৬৫ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল ইডি। তারপর জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। সেটাই ছিল রাজ্যে সবচেয়ে দীর্ঘ তল্লাশি অভিযান। কিন্তু এবার তা ভেঙে গেল। স্বরূপের নিউ আলিপুরের সাহাপুর কলোনির ফ্ল্যাটে বুধবার সকাল সাতটা নাগাদ হাজির হয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। অবশেষে তারা বেরলেন শনিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ। জানা গেছে, কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার আর্থিক অনিয়ম সংক্রান্ত বিষয়ে স্বরূপের বাড়িতে এই তল্লাশি চালায় আয়কর বিভাগ। তবে বাড়ি থেকে কোনও নগদ, গয়না বা কাগজপত্র কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলে দাবি করেছেন স্বরুপ বিশ্বাস। এদিকে ১৫ দিনের মধ্যে আরও কিছু নথি নিয়ে স্বরূপকে হাজিরা দিতে বলা হয়েছে আয়কর অফিসে।
  • Link to this news (আজকাল)