জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সিরা। গতকাল ইডির পর আজ কলকাতায় ফের অ্যাকশনে সিবিআই। তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে তেড়েফুঁড়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র।
'টাকার বিনিময়ে প্রশ্ন' -এর অভিযোগ সংক্রান্ত বিষয়ে আগেই CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই মামলাতেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান গোয়েন্দারা। সিবিআইয়ের সূত্রে খবর, ওই মামলাতেই তৃণমূল প্রার্থীর বাসস্থানে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের। সম্প্রতি লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। ৬ মাসের মধ্যে তদন্ত করে সিবিআইকে রিপোর্ট দিতে বলা হয়। শুক্রবারই সিবিআই দিল্লিতে মামলা রুজু করে মহুয়া মৈত্র-সহ অন্যান্যদের বিরুদ্ধে। সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে লোকপাল জানিয়েছে, “আমরা সিবিআইকে নির্দেশ দিচ্ছি, ধারা ২০(৩)(এ) এর অধীনে করা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করতে।" ক্যাশ ফর কোয়্যারি মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেন। এই প্রসঙ্গে লোকসভায় এথিক্স কমিটির কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটে আবার মহুয়াকে কৃষ্ণনগর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল।