• Left Candidate List : ডায়মন্ড হারবার জট অব্যাহত, 'পাখির চোখ' মুর্শিদাবাদে বাম প্রার্থী সেলিম, তৃতীয় তালিকায় নাম কাদের?
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছে বামেরা। বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকায় ছিল একের পর এক চমক। বিশেষ করে তরুণ মুখের উপর জোর দেওয়ার বিষয়টি নজর কেড়েছিল ওয়াকিবহাল মহলের। সেই জায়গায় দাঁড়ায়ে তৃতীয় প্রার্থী তালিকায় কাদের নাম থাকবে? কোন পন্থায় বাজিমাত করতে চায়ছে বামেরা? তা নিয়ে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ওয়াকিবহাল মহলে। এদিন প্রার্থী তালিকা প্রকাশ করেন বামেরা। তবে সেখানেও মাত্র চারটি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।অর্থাৎ এখনও পর্যন্ত মোট ২১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামেরা। মুর্শিদাবাদ থেকে লড়ছেন মহম্মদ সেলিম। এই কেন্দ্রকে যে পাখির চোখ করেছে বামেরা, একপ্রকার স্পষ্ট। উল্লেখযোগ্যভাবে, ডায়মন্ড হারবার নিয়ে জট অব্যাহত। এই দিনেই সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেনি বামেরা। স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট কেন্দ্রে কি প্রার্থী দেবে বামেরা? নাকি ISF যে আসন সমঝোতার আহ্বান জানিয়েছে, তা তে সাড়া দেবে তা নিয়ে বাড়ছে জল্পনা।

    এদিন ISF-এর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে বিমান বসু বলে, 'ISF-এর সঙ্গে কোনও বোঝাপড়া এখনও হয়নি। ওরা যদি আন্তরিক থাকে আলোচনার জন্য তখন সকলকে জানাব।' অর্থাৎ জোটের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।

    বামেদের ৪ কেন্দ্রের প্রার্থীদের নাম

    কেন্দ্রপ্রার্থীদের নামমুর্শিদাবাদমহম্মদ সেলিমরানাঘাটঅলোকেশ দাসবর্ধমান দুর্গাপুরড. সুকৃতি ঘোষালবোলপুরশ্যামলী প্রধানএর আগে ১৭টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এর মধ্যে তমলুকে চমক ছিল সায়ন বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যের উপর আস্থা রেখেছে তৃণমূল। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, শ্রীরমপুর থেকে দীপ্সিতা ধরকে প্রার্থী করা হয়। দমদম থেকে সুজন চক্রবর্তী, যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণ লোকসভা আসনে শায়েরা শাহ হালিম, হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায়, আসানসোলে জাহানারা খান, মেদিনীপুরে বিপ্লব ভট্ট, বিষ্ণুপুরে শীতল কৈবর্ত, বর্ধমানে নীরজ খান, বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত, আলিপুরদুয়ারে মিলি ওরাওঁয়ের নাম ঘোষণা করা হয়েছিল।

    প্রথম দফায় বামেদের প্রার্থী তালিকায় যে ১৬ জনের নাম ছিল তাঁদের মধ্যে সুজয় চক্রবর্তী এবং বিপ্লব ভট্ট ছাড়া কেউ আগে লোকসভায় লড়েনি। ফলে এই 'ফ্রেশ ফেস'-ই বামেদের প্রার্থী তালিকার USP বলে মনে করছিল ওয়াকিবহাল মহলের একাংশ।
  • Link to this news (এই সময়)