• Trinamool Congress : ‘গভীর ষড়যন্ত্র চলছে’, মহুয়ার বাড়িতে CBI হানা নিয়ে বড় দাবি তৃণমূলের
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • লোকসভার মুখেই কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতা এবং নদিয়ার বাড়িতে হানা দেয় CBI। সংসদে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগ সংক্রান্ত মামলার ভিত্তিতেই CBI তল্লাশি চালাচ্ছে বলে সূত্রে খবর। তবে এর পেছনে ‘গভীর ষড়যন্ত্র’ দেখছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে তৃণমূলের প্রার্থীকে 'পর্যদুস্ত' করতেই এই কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার বলে বিজেপির বিরুদ্ধে জোরালো দাবি তৃণমূল কংগ্রেসের।শনিবার সকালেই CBIয়ের একটি দল আসে আলিপুরের ‘রত্নাবলী’ নামে একটি আবাসনে। সেখানে ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। সেই ফ্ল্যাটে তল্লাশি চালায় CBI আধিকারিকরা। এর মাঝেই কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়া থাকেন সেখানে CBI-এর পাঁচ সদস্যের একটি দল হানা দেয়। তাঁর বাড়ি ঘিরে ফেলেন ৮ থেকে ১০ জন জওয়ান। দুপুরের পর থেকে সেখান তল্লাশি চালানো হয়।

    সেই বাড়িতে CBI হানার সময় মহুয়া মৈত্র ছিলেন না বলে জানা গিয়েছে। প্রচারের কাজে তিনি বাইরে রয়েছেন। এর মধ্যেই CBI হানা নিয়ে এবার সরব হল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বিজেপি রাজনৈতিক ভাবে লড়াই দিতে পারছে না, সেই কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যাবহার করা হচ্ছে ভোটের মুখে।

    Lok Sabha Election 2024: মহুয়া মৈত্র ম্যাজিকেই নদিয়ায় চাঙ্গা তৃণমূল কংগ্রেস

    এই ঘটনার প্রতিবাদ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘মহুয়া মিত্রের বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত হচ্ছে। তিনি আমাদের প্রার্থী, তিনি লড়বেন এবং জিতবেন। এই চক্রান্তের জবাব কৃষ্ণনগরের মানুষ দেবেন।’ কুণালের কথায়, যেভাবে ইডিকে দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করানো হল, যেভাবে CBI, ইডি, ইনকাম ট্যাক্সকে পশ্চিমবঙ্গের বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়িতে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে, এটা থেকে প্রমাণিত হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনে তাঁদের হার থেকে নিজেদের বাঁচাতে।

    প্রসঙ্গত, সংসদে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে গত ১৯ মার্চ CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এমনকি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘গুরুতর’ বলে দাবি করা হয় লোকপালের নির্দেশিকায়। এরপরই মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে CBI। এরপরই আজ সকাল থেকে মহুয়া মৈত্রের একাধিক বাসস্থানে গিয়ে তল্লাশির ব্যাপারে জোর দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। যদিও,‌ তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র। তাঁকেই এবার নদিয়া জেলার কৃষ্ণনগরে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
  • Link to this news (এই সময়)